ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

এডিস মশার লার্ভা : সাড়ে দশ লাখ টাকা জরিমানা

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৩, ৭ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এডিস মশার লার্ভা : সাড়ে দশ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : এডিস মশার লার্ভা পাওয়ায় তিনটি হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে প্রায় সাড়ে দশ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

বুধবার কর্পোরেশনের চারটি ভ্রাম্যমাণ আদালত রাজধানীর উত্তরা ও মিরপুরে এ জরিমানা করেন।

ডিএনসিসির উত্তরা অঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম ফকির এডিসের লার্ভা পাওয়ায় উত্তরা ল্যাব এইড হাসপাতালকে পাঁচ লাখ টাকা ও ক্রিসেন্ট হাসপাতালকে দুই লাখ টাকা জরিমানা করেন।

একই অভিযোগে কিং ফিশার নামে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা এবং একটি ফুলের দোকানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

গুলশানে ডিপার্টমেন্টাল স্টোর ল্যাভেন্ডারে এসি ও ফ্রিজের জমে থাকা পানিতে প্রচুর এডিস মশার লার্ভা থাকায় দুই লাখ টাকা জরিমানা করা হয়। ডিএনসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল হামিদ মিয়া এ জরিমানা করেন।

এ ছাড়া এডিস মশার লার্ভা পাওয়ায় ইসলামী ব্যাংক হাসপাতালকে ৭০ হাজার টাকা এবং একটি টায়ারের দোকানকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন ডিএনসিসির মিরপুর অঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম শফিউল আজম।

একই কারণে নাভানা রিয়েল এস্টেটকে ১০ হাজার টাকা জরিমানা করেন ডিএনসিসির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সগীর হোসেন।

এ ছাড়া ‘খাজানা মিঠাই’, ‘দিগন্ত মানি এক্সচেঞ্জ’ ও ‘ব্রেড অ্যান্ড বিয়ন্ড’ নামের তিনটি প্রতিষ্ঠানের লাইসেন্স না থাকায় প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। অপরিচ্ছন্ন পরিবেশে রান্না করায় ‘খুশবু বিরানী’কে জরিমানা করা হয় পাঁচ হাজার টাকা।

 

রাইজিংবিডি/ঢাকা/৭ আগস্ট ২০১৯/সাওন/নবীন হোসেন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়