ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

এডিসের লার্ভা পাওয়ায় পারটেক্স গ্রুপকে জরিমানা

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২২, ১৯ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এডিসের লার্ভা পাওয়ায় পারটেক্স গ্রুপকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক: এডিস মশার লার্ভা পাওয়ায় রাজধানীর মহাখালীতে পারটেক্স গ্রুপকে দুই লাখ টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের উপস্থিতিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে মহাখালী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানের সময় পারটেক্স গ্রুপের প্রধান কার্যালয়ের পেছনে একটি বড় গরুর খামারে বেশ কিছু পরিত্যাক্ত টায়ার, কন্টেইনার, বোতল, মোটরসাইকেলসহ বিভিন্ন পাত্রের ভেতরে এডিস মশার লার্ভা পাওয়া যায়। এডিস মশার বংশবিস্তারের উপযোগী পরিবেশ হওয়ায় স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ অনুযায়ী পারটেক্স গ্রুপকে জরিমানা করা হয়।


রাইজিংবিডি/ঢাকা/১৯ আগস্ট ২০১৯/নূর/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়