ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

এফবিসিসিআইয়ের নির্বাচন ও নির্বাচন আপিল বোর্ড গঠন

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৭, ২ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এফবিসিসিআইয়ের নির্বাচন ও নির্বাচন আপিল বোর্ড গঠন

অর্থনৈতিক প্রতিবেদক : ২০১৭-১৮ এবং ২০১৮-১৯ মেয়াদকালের নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) নির্বাচন বোর্ড ও নির্বাচন আপিল বোর্ড গঠন করা হয়েছে।

গত ২৯ জানুয়ারি (রোববার) এফবিসিসিআই পরিচালনা পর্ষদের বোর্ডসভায় এ দুটি বোর্ড গঠন করা হয় বলে বৃহস্পতিবার এফবিসিসিআই থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো জানান হয়, গঠিত নির্বাচন বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে জাতীয় সংসদের প্রাক্তন ডেপুটি স্পিকার প্রফেসর মো. আলি আশরাফকে।

এছাড়াও নির্বাচন বোর্ডের অপর দুজন সদস্য হচ্ছেন, এফবিসিসিআইয়ের প্রাক্তন পরিচালক মো. শামসুল আলম এবং অগ্রণী ব্যাংকের প্রাক্তন পরিচালক কে.এম.এন. মঞ্জুরুল হক।

এদিকে গঠিত নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে, এফবিসিসিআইয়ের প্রাক্তন পরিচালক জাহাঙ্গীর আলামিনকে ও অপর দুজন সদস্য হচ্ছেন, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রাক্তন সভাপতি মির্জা আবু মনসুর এবং ঢাকা ক্লাবের প্রাক্তন সভাপতি খায়রুল মজিদ মাহমুদ।



রাইজিংবিডি/ঢাকা/২ ফেব্রুয়ারি ২০১৭/নাসির/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়