ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

এবার চারদিনের ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-শ্রীলঙ্কা এমার্জিং দল

আব্দুল্লাহ এম রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৫, ২৬ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এবার চারদিনের ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-শ্রীলঙ্কা এমার্জিং দল

আব্দুল্লাহ এম রুবেল : শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে স্বাগতিক বাংলাদেশ এমার্জিং দল। এবার চারদিনের ম্যাচে মাঠে নামছে দুই দল। যেখানে বাংলাদেশ দল ওয়ানডে সিরিজের ব্যার্থতা ভুলে ঘুরে দাঁড়াতে চায়। অপরদিকে শ্রীলঙ্কা এমার্জিং দলের লক্ষ্য ওয়ানডে সিরিজের জয়ের ধারা অব্যহত রাখা। মঙ্গলবার শেখ আবু নাসের স্টেডিয়ামে দুই দলের মধ্যকার সিরিজের প্রথম চারদিনের ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ৯টায়।

ম্যাচের আগে সোমবার দুই দলই অনুশীলনে ঘাম ঝরিয়েছে। শেখ আবু নাসের স্টেডিয়ামে সকালে বাংলাদেশ এমার্জিং ক্রিকেট দল ও বিকেলে একই ভেন্যুতে শ্রীলঙ্কা এমাজির্ং ক্রিকেট দল অনুশীলন করে।

সর্বশেষ ওয়ানডে ম্যাচে বাংলাদেশ এমার্জিং দল বড় ব্যবধানে হারলেও সাইফ হাসান দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন। অর্ধশত রান করেছিলেন আফিফ হোসেন ধ্র“ব। এর মধ্যে সাইফ হাসান আছেন জাতীয় দলের ৩৫ জনের কন্ডিশনিং ক্যাম্পে।

তবে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন ওপেনার ও অধিনায়ক নাজমুল ইসলাম শান্ত। বোলিংয়েও সেভাবে সাফল্য ধরা দেয়নি। তবে চারদিনের ম্যাচে নিজেদের নিয়ে আত্মবিশ্বাসী সাইফ। ম্যাচের আগে তিনি বলেন, আমরা চারদিনের ম্যাচের দিকে তাকিয়ে। আমাদের ভালো করার সামর্থ্য আছে। নিজের পারফরমেন্সের ধারাবাহিকতাও ধরে রাখতে চান তিনি। বলেন, সবাই তো ম্যাচ জয়ের জন্যই খেলে। আমরাও জয়ের জন্য মাঠে নামব। সবাই মাঠে সেরাটা দিতে পারলে চারদিনের ম্যাচে আমরা জিততে পারব।’

জয়ের আশা শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কারও। তিনি বলেন, প্রতিপক্ষ নিজেদের মাঠে লংগার ভার্সনে বেশ শক্তিশালী। তবে আমরাও ভালো খেলতে মুখিয়ে আছি। সর্বশেষ ম্যাচ আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। সেই আত্মবিশ্বাস নিয়েই আমরা ম্যাচটা জিততে চাই।


রাইজিংবিডি/খুলনা/২৬ আগস্ট ২০১৯/রুবেল/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়