ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

এমসি কলেজে ছাত্রলীগের দু’গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়া

আব্দুল্লাহ আল নোমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩০, ১৮ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এমসি কলেজে ছাত্রলীগের দু’গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়া

নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ক্যাম্পাসে আধিপত্য নিয়ে ছাত্রলীগের দুইপক্ষের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় ধারালো অস্ত্র, রামদা নিয়ে উভয়পক্ষের নেতা-কর্মীরা ক্যাম্পাসে মহড়া দেয়। তবে, এতে কেউ হতাহত হয়নি।

বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জয় চৌধুরী ও ছাত্রলীগ নেতা সৌরভ দাসের অনুসারীদের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া হয়। এ সময় কলেজ ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাধারণ শিক্ষার্থীরা দিগ্বিদিক দৌঁড়াতে থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ছাত্রলীগ সূত্র জানায়, আধিপত্য বিস্তার নিয়ে এ দুই নেতার অনুসারীদের মধ্যে কয়েক দিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে সংঘর্ষের সূত্রপাত। বৃহস্পতিবার সৌরভ দাস অনুসারীরা কলেজ ক্যাম্পাসে গেলে তাদের ধাওয়া দেয় সঞ্জয় অনুসারীরা। এ সময় তারা দেশিয় অস্ত্র-শস্ত্র নিয়ে সৌরভ অনুসারীদের সিলেট সরকারি কলেজ ক্যাম্পাস পর্যন্ত তাড়িয়ে নিয়ে যায়। পরে অবশ্য পরিস্থিতি স্বাভাবিক হলে উভয়পক্ষই কলেজ ক্যাম্পাস ছেড়ে চলে যায়।

সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম জানান, সংঘর্ষের খবর পেয়েই পুলিশ কলেজ ক্যাম্পাসে যায়। পুলিশ যাওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং উভয়পক্ষের নেতাকর্মীরা ক্যাম্পাস ছেড়ে চলে যায়।

বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, ক্যাম্পাসে পুলিশও মোতায়েন আছে বলে জানান তিনি।


রাইজিংবিডি/সিলেট/১৮ জুলাই ২০১৯/আব্দুল্লাহ আল নোমান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়