ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

এমসি কলেজে ছাত্রলীগের সংঘর্ষে বসন্ত উৎসব পণ্ড

আব্দুল্লাহ আল নোমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫২, ১৮ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এমসি কলেজে ছাত্রলীগের সংঘর্ষে বসন্ত উৎসব পণ্ড

নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে ছাত্রলীগের দুইপক্ষের সংঘর্ষে বসন্ত উৎসব পণ্ড হয়ে গেছে।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কলেজ মিলনায়তনের সামনে বসন্ত উৎসবে বসাকে কেন্দ্র করে সংঘর্ষ ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোহনা সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে সকাল ১০টায় কলেজের কেন্দ্রীয় মিলনায়তনের সামনে অস্থায়ী মঞ্চে শুরু হয় বসন্ত উৎসব। উৎসব চলাকালে অনুষ্ঠানস্থলে বসা নিয়ে জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন ও এমসি কলেজ ছাত্রলীগ নেতা হোসাইন আহমদ অনুসারীদের মধ্যে সংঘর্ষ বাঁধে।

এ সময় সেখানে থাকা ফটো সাংবাদিকরা ছবি তুলতে গেলে তাদের উপর হামলা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে কলেজ কর্তৃপক্ষ অনুষ্ঠান বন্ধ করে দেয়।

ছাত্রলীগের হোসাইন আহমদ বলেন, বহিরাগতরা ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে এ ঘটনা ঘটিয়েছে।

হামলার শিকার দৈনিক সমকালের ফটো সাংবাদিক ইউসুফ আলী বলেন, ছাত্রলীগ কর্মীরা উপস্থিত সাংবাদিকদের উপর হামলা করে। হামলার সময় তার হাতে থাকা ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

এমসি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সালেহ আহমদ বলেন, সকালে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান শুরু হয়। আচমকা এমন অপ্রীতিকর ঘটনা ঘটেছে। পরে অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে।

সাংবাদিকদের মারধরের ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, কলেজ কর্তৃপক্ষ তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেবে।

মহানগর পুলিশের শাহপরান (র:) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার হোসেন বলেন, দুইপক্ষের মধ্যে সংঘর্ষের থবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কলেজ ফটক এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

 

 

রাইজিংবিডি/সিলেট/১৮ ফেব্রুয়ারি ২০১৯/আব্দুল্লাহ আল নোমান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়