ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

এরশাদের আসনে লড়তে আসিফের শোডাউন

নজরুল মৃধা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৩, ২৬ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এরশাদের আসনে লড়তে আসিফের শোডাউন

নিজস্ব প্রতিবেদক, রংপুর : রংপুর-৩ (সদর) আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন চেয়ে শোডাউন করেছেন দলের প্রতিষ্ঠাতা এইচ এম এরশাদের ভাতিজা ও সাবেক এমপি হোসেন মকবুল শাহরিয়ার আসিফ।

সোমবার দুপুরে পাবলিক লাইব্রেরি মাঠ থেকে বিশাল শোডাউন বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরশাদ-লাঙল-আসিফ' স্লোগানে এ আসনে ভাতিজা আসিফকে মনোনয়ন দেয়ার দাবি জানানো হয়।

গত ১৪ জুলাই জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে রংপুর-৩ আসন শূন্য হয়।

শত শত কর্মী, সমর্থকদের নিয়ে শোডাউন শেষে এরশাদের স্মৃতিবিজড়িত রংপুর নগরীর সেনপাড়ার লাঙল ভবনে সংক্ষিপ্ত বক্তব্যে দলীয় মনোয়নন দাবি করে আসিফ বলেন, স্থানীয় প্রার্থী ছাড়া অন্য কাউকে প্রার্থী করলে জাপার তৃণমূল নেতাকর্মীরা তা মেনে নেবে না। বারবার ভুল সিদ্ধান্ত নেয়া হয়েছে, এবার ভুল সিদ্ধান্ত নিতে দেয়া হবে না। যাকে কেউ চেনেন না,  তাকে কেন মানুষ ভোট দেবে। এ সময় মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দেন তিনি।

এই আসনে জাতীয় পার্টির স্থানীয় চারজন নেতা ও এরশাদ পরিবার থেকে দুই জন নির্বাচন করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। গুঞ্জন উঠেছে,  এরশাদের সন্তান সাদ এরশাদই নির্বাচন করছেন।


রাইজিংবিডি/রংপুর/২৬ আগস্ট ২০১৯/নজরুল মৃধা/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়