ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

এরশাদের মৃত্যুতে শোকবই: রাষ্ট্রদূতদের স্বাক্ষর

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৬, ১৫ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এরশাদের মৃত্যুতে শোকবই: রাষ্ট্রদূতদের স্বাক্ষর

জ্যেষ্ঠ প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শোকবইয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা স্বাক্ষর করেছেন।

সোমবার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে রাখা শোকবইয়ে তারা স্বাক্ষর করে। তারা হুসেইন মুহম্মদ এরশাদের রাজনৈতিক আদর্শ এবং সাফল্য নিয়ে মন্তব্য করেন।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার, জার্মানির রাষ্ট্রদূত পিটার ফারেন হোলটজ, কুয়েতের রাষ্ট্রদূত আদেল হায়াত, ভারতীয় হাইকিমশনার রীভা গাঙ্গুলী দাশ, ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস.ওয়াই রামাদান, যুক্তরাজ্যের রাষ্ট্রদূত রবার্ট সি ডিকসন এবং আফগানিস্তানের প্রথম সেক্রেটারি শোক বইয়ে স্বাক্ষর করেন।

তারা হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। পাশাপাশি তার আমলের উন্নয়ন এবং সংস্কারমূলক কর্মকাণ্ডের প্রসংসা করেন। নিজ নিজ দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে হুসেইন মুহম্মদ এরশাদের অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।

রাষ্ট্রদূতরা আশা প্রকাশ করেন হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শ লালন করে জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


রাইজিংবিডি/ঢাকা/১৫ জুলাই ২০১৯/নঈমুদ্দীন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়