ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

এসআইবিএলএর বন্ড অনুমোদন

আশিক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৪, ১৭ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এসআইবিএলএর বন্ড অনুমোদন

অর্থনৈতিক প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি সোস্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

এসআইবিএল সেকেন্ড মুদারাবা সাব-অর্ডিনেটেড বন্ড নামে ৬ বছর মেয়াদি এ বন্ডের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।

এ বন্ডের প্রতি ইউনিটের মূল্য ধরা হয়েছে ৫ লাখ টাকা। ব্যক্তি বিনিয়োগকারীদের জন্য লট সাইজ ১ ইউনিট। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য ২০ ইউনিট। টাকার হিসাবে ব্যক্তি বিনিয়োগকারীরা ন্যূনতম ৫ লাখ টাকার জন্য আবেদন করতে পারবেন।

প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ১ কোটির জন্য আবেদন করতে পারবেন।

উল্লেখ্য, বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। আর লিস্টিং স্ট্যাটাস হবে আন-লিস্টেডে।



রাইজিংবিডি/ঢাকা/১৭ জানুয়ারি ২০১৭/আশিক/হাসান

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়