ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

এসএসসি পরীক্ষা শুরু আজ

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৩৮, ২ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এসএসসি পরীক্ষা শুরু আজ

নিজস্ব প্রতিবেদক : সারা দেশে আজ শুরু হচ্ছে ২০১৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা।

বৃহস্পতিবার প্রথম দিন সকাল ১০টা থেকে এসএসসিতে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, সহজ বাংলা প্রথম পত্র এবং বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি প্রথম পত্রের পরীক্ষা হবে।

 

সারা দেশে ৩ হাজার ২৩৬টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে মোট ১৭ লাখ ৮৬ হাজার ৬১৩ জন পরীক্ষার্থী। এর মধ্যে ৯ লাখ ১০ হাজার ৫০১ জন ছাত্র আর ছাত্রী হলো ৮ লাখ ৭৬ হাজার ১১২ জন।

এবার তত্ত্বীয় পরীক্ষা চলবে ২ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ ও ব্যবহারিক পরীক্ষা হবে ৪ থেকে ১১ মার্চ পর্যন্ত।

আজ পরীক্ষার প্রথম দিন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষা মন্ত্রণালয় ও ঢাকা শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সরকারি ল্যাবরেটরি বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার কেন্দ্রে পরিদর্শনে যাবেন।

এসএসসি ও সমমানের পরীক্ষায় গত বছর ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ জন অংশ নিয়েছিল। এবার মাধ্যমিকে  পরীক্ষার্থী বেড়েছে ১ লাখ ৩৫ হাজার ৯০ জন।

 

 

রাইজিংবিডি/ঢাকা ২ ফেব্রুয়ারি ২০১৭/হাসান/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়