ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ওসি মোয়াজ্জেমের মামলায় দুই আইনজীবীর সাক্ষ্য

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০২, ১ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওসি মোয়াজ্জেমের মামলায় দুই আইনজীবীর সাক্ষ্য

নিজস্ব প্রতিবেদক : ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানি সংক্রান্ত জিজ্ঞাসাবাদের ভিডিও ছড়িয়ে দেয়ার মামলায় দুই আইনজীবীর সাক্ষ্য গ্রহণ করেছেন ট্রাইব্যুনাল।

রোববার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালতে সাক্ষ্য দেন গোবিন্দ চন্দ্র দেব ও সুবীর নন্দী দাস।

তাদের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আগামী ১১ সেপ্টেম্বর পরবর্তী সাক্ষ্যের দিন ঠিক করেন।

এ দুজনসহ মামলাটিতে তিনজনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। গত ৩১ জুলাই মামলার বাদী ব্যারিস্টার সায়েদুল হক সুমন সাক্ষ্য দেন।

রোববার সাক্ষ্য গ্রহণকালে কারাগারে থাকা আসামি ওসি মোয়াজ্জেম হোসেনকে ট্রাইব্যুনালে হাজির করে কারা কর্তৃপক্ষ।

গত ২৭ মে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইর সিনিয়র সহকারী পুলিশ সুপার রীমা সুলতানা ট্রাইব্যুনালে প্রতিবেদন দাখিল করেন। ওই দিনই তদন্ত প্রতিবেদন গ্রহণ করে এ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। গত ১৬ জুন ওসি মোয়াজ্জেম হোসেন গ্রেপ্তার হন এবং ১৭ জুন তাকে একই ট্রাইব্যুনালে হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন একই বিচারক। এরপর থেকে তিনি কারাগারেই আছেন।

এর আগে গত ১৭ জুলাই ট্রাইব্যুনাল আসামি মোয়াজ্জেমের অব্যাহতির আবেদন নাকচ করে চার্জ গঠন করেন।


রাইজিংবিডি/ঢাকা/১ সেপ্টেম্বর ২০১৯/মামুন খান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়