ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে উদযাপন

রফিক মুয়াজ্জিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০১, ২৬ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে উদযাপন

রাইজিংবিডি ডেস্ক : ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে, ২০১৯ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও কবিতা পাঠের আয়োজন করেছে আন্তর্জাতিক লেখক সংগঠন পেন ইন্টারন্যাশনালের বাংলাদেশ শাখা ‘পেন বাংলাদেশ’।

শনিবার রাজধানীর ধানমন্ডিতে পেন বাংলাদেশের কার্যালয়ে এ আয়োজনে সভাপতিত্ব করেন সংগঠনের প্রেসিডেন্ট কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন গাজী টিভির হেড অব নিউজ সৈয়দ ইশতিয়াক রেজা।

‘ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে’ উপলক্ষে পেন ইন্টারন্যাশনালের বক্তব্য তুলে ধরেন পেন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ মহিউদ্দিন। আলোচনায় অংশ নেন কথাশিল্পী হামীম কামরুল হক, কবি শামীম রেজা, লাভলী বাশার, ফারহানা রহমান, অনিকেত শামীম, ফেরদৌসী মাহমুদ, মালেকা ফেরদৌস, গৌরাঙ্গ মোহান্ত, সাকিরা পারভীন, শিহাব শাহরিয়ার, সফেদ ফরাজী, জাহিদ সোহাগ, শরাফত হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, সারা বিশ্বে সংবাদপত্রের স্বাধীনতা আজ হুমকির সম্মুখীন। বর্তমান সময়ে সংবাদপত্রসহ অন্যান্য প্রচার মাধ্যমের স্বাধীনতা সংকুচিত করার অর্থই হলো সমূলে কুঠারাঘাত করা। সমাজের অন্যায়, অবিচার, দুর্নীতির প্রতিবাদে একমাত্র হাতিয়ার সংবাদপত্র।

বক্তারা বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা এবং মৌলবাদের বিস্তারে শঙ্কা প্রকাশ করেন এবং এ থেকে উত্তরণে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। বিজ্ঞপ্তি



রাইজিংবিডি/ঢাকা/২৬ মে ২০১৯/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়