ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ওয়ালটন-ডিআরইউ মিডিয়া কাপ ফুটবল বৃহস্পতিবার শুরু

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২০, ২০ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়ালটন-ডিআরইউ মিডিয়া কাপ ফুটবল বৃহস্পতিবার শুরু

ক্রীড়া প্রতিবেদক : ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) আয়োজনে এবং ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন-ডিআরইউ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৯’।

আগামী ২২ থেকে ২৯ আগস্ট পর্যন্ত ক্যাপ্টেন এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের খেলাগুলো। ২২ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০টায় ৮ দিনব্যাপী এই টুর্নামেন্টের উদ্বোধন হবে।

এবারের আসরে ৪০টি মিডিয়া হাউজ অংশ নিচ্ছে। নকআউট পদ্ধতিতে ৪০ দল ৮টি গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন দল কোয়ার্টার ফাইনালে উন্নীত হবে।

আজ মঙ্গলবার ডিআরইউ সভাপতি ইলিয়াস হোসেনের সভাপতিত্বে সাগর-রুনি মিলনায়তনে অনুষ্ঠিত ড্র অনুষ্ঠানে এসব তথ্য জানান ডিআরইউর ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম শামীম। এ সময় পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন) উপস্থিত ছিলেন।

উপস্থিত ছিলেন ডিআরইউ’র অর্থ সম্পাদক জিয়াউল হক সবুজ, সাংগঠনিক সম্পাদক আফজাল বারী, দপ্তর সম্পাদক মো. জেহাদ হোসেন চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ মাহমুদ এ রিয়াত, আপ্যায়ন সম্পাদক এইচ এম আকতার, কার্যনির্বাহী সদস্য মহিউদ্দিন ও খালিদ সাইফুল্লাহ।

টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল ট্রফি, মেডেল ও ৩০ হাজার টাকা প্রাইজমানি পাবে। রানার্স-আপ দল ট্রফি, মেডেল ও ২০ হাজার টাকা প্রাইজমানি পাবে। এ ছাড়া প্রত্যেকটি দল প্রতি ম্যাচে ১ হাজার টাকা করে ম্যাচ ফি পাবে। আর গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচের ম্যাচসেরা খেলোয়াড় ক্রেস্ট পাবেন। আর কোয়ার্টার ফাইনাল থেকে প্রতিটি ম্যাচের ম্যাচসেরা যিনি হবেন তিনি ক্রেস্টের পাশাপাশি ওয়ালটনের সামগ্রী পাবেন। যিনি টুর্নামেন্ট সেরা ও ফাইনালের সেরা খেলোয়াড় হবেন তারা ক্রেস্ট ও ওয়ালটনের সামগ্রী পাবেন।

ড্রতে গ্রুপ- ‘এ’ তে পড়েছে: ১. আমাদের সময় ২. ডেইলি সান ৩.বাংলাদেশ পোস্ট ৪.বাংলা ট্রিবিউন ৫. চ্যানেল২৪।

গ্রুপ-‘বি’ তে রয়েছে : ১. এটিএন বাংলা ২. সময়ের আলো ৩. ভোরের কাগজ ৪. রাইজিংবিডি ডটকম ৫. জনকন্ঠ।

গ্রুপ ‘সি’ তে : ১. বাংলাভিশন ২. নয়া দিগন্ত ৩. বাংলাদেশের খবর ৪. ইনকিলাব ৫. আমাদের অর্থনীতি।

গ্রুপ ‘ডি’ তে : ১. চ্যানেল আই ২. কালের কন্ঠ ৩. দ্য ইন্ডিপেন্ডেন্ট ৪. মানবজমিন ৫. জাগোনিউজ২৪।

গ্রুপ ‘ই’ তে :  ১. এসএ টিভি ২. আজকালের খবর ৩. সারাবাংলা.নেট ৪. বাংলাদেশ টেলিভিশন ৫. বিডিনিউজ২৪.কম।

গ্রুপ ‘এফ’ এ পড়েছে : ১. আরটিভি ২. আমার সংবাদ ৩. যুগান্তর ৪. এটিএন নিউজ ৫. বাংলাদেশ প্রতিদিন।

 গ্রুপ ‘জি’ তে রয়েছে : ১. জিটিভি ২. বার্তা ২৪ ৩. ইত্তেফাক ৪. আলোকিত বাংলাদেশ ৫. বাসস।

 গ্রুপ ‘এইচ’ এ : ১. এনটিভি ২. নাগরিক টিভি ৩. ঢাকা টাইমস ৪. সংগ্রাম ৫. জাগরণ।


রাইজিংবিডি/ঢাকা/২০ আগস্ট ২০১৯/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়