ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

ওয়ালটনের উদ্যোগে ডেঙ্গু সচেতনতামূলক সভা

বিলাস দাস || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৬, ৬ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়ালটনের উদ্যোগে ডেঙ্গু সচেতনতামূলক সভা

পটুয়াখালী সংবাদদাতা : পটুয়াখালীতে ওয়ালটনের উদ্যোগে গ্রাম পুলিশদের নিয়ে ডেঙ্গু সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

পটুয়াখালী সদর থানা প্রাঙ্গণে মঙ্গলবার সকালে থানা অফিসার ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান।

এ সময় বিশেষ অতিথি ছিলেন ওয়ালটনের ডেভেলপমেন্ট ম্যানেজার-৩ এর প্রধান আল মাহফুজ খান, এরিয়া ম্যানেজার সুব্রত দাস, পটুয়াখালী প্লাজার মানেজার মাইনুল ইসলাম প্রমুখ।

এ সময় এসপি মইনুল হাসান ডেঙ্গু প্রতিরোধে সকলকে সচেতন থাকার পাশাপাশি বাড়ির আঙিনা পরিচ্ছন্ন রাখা ও কোথাও পরিষ্কার পানি জমে থাকতে দেখলে তা নিজ উদ্যোগে অপসারণের জন্য সকলকে অনুরোধ জানান।

সমাজের বিভিন্ন অপরাধ নিরসনে গ্রাম পুলিশসহ সর্বস্তরের জনসাধারণকে সচেতন থাকা ও পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার জন্য আহ্বান জানান তিনি।

এ সময় জেলায় বিভিন্ন সামাজিক কার্যক্রমে নেতৃত্ব দেয়ার জন্য ওয়ালটন গ্রুপের পক্ষে পুলিশ সুপারকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। তার হাতে ক্রেস্ট তুলে দেন ওয়ালটনের বরিশাল জোনের ম্যানেজার আল মাহফুজ খান।

পরে উপজেলার ১০৮ জন দফাদার ও চৌকিদারের প্রনোদনা হিসেবে রিচার্জেবল টর্চলাইট দেয় ওয়ালটন।


রাইজিংবিডি/পটুয়াখালী/৬ আগস্ট ২০১৯/বিলাস দাশ/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়