ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় ঈদ পুনর্মিলনী কাপ গলফ টুর্নামেন্ট

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৭, ১৫ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় ঈদ পুনর্মিলনী কাপ গলফ টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিবেদক : ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও আর্মি গলফ ক্লাবের আয়োজনে শুরু হতে যাচ্ছে ‘এজিসি-ওয়ালটন এয়ারকন্ডিশন ঈদ রিইউনিয়ন কাপ গলফ টুর্নামেন্ট-২০১৯’। প্রথমবারের মতো আয়োজিত অ্যামেচার এই গলফ টুর্নামেন্টে ছয় শতাধিক গলফার অংশ নিবেন।

প্রতিযোগিতার বিষয়ে আর্মি গলফ ক্লাবের জেনারেল ম্যানেজার মেজর মো. শাহজাহান হোসেন (অবঃ) বলেন, ‘১৯ জুলাই থেকে আমরা এই টুর্নামেন্টটা শুরু করতে যাচ্ছি। যেহেতু বৃষ্টির মৌসুম সেহেতু আড়াই দিনের পরিবর্তে পাঁচদিন চলবে এই টুর্নামেন্ট। দেশের সব গলফ ক্লাবের গলফারদের আমন্ত্রণ জানানো হয়েছে। আশা করা যাচ্ছে ছয় শতাধিক গলফার এই টুর্নামেন্টে অংশ নিবে। যেহেতু এখন কোনো গলফ টুর্নামেন্ট নেই। ওয়ালটন গ্রুপ এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় রয়েছে। তারা সব সময় আমাদের পাশে থাকার চেষ্টা করে। সে জন্য ওয়ালটন গ্রুপকে ধন্যবাদ জানাই।’

প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা করার বিষয়ে ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (গেমস অ্যান্ড স্পোর্টস, মার্কেটিং) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘আমরা বিভিন্ন গলফ ক্লাবের সঙ্গে অ্যামেচার গলফ টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করে আসছি। আর্মি গলফ ক্লাবের সঙ্গে আমাদের সম্পর্ক অনেক দিনের। তবে এবারই প্রথম ঈদ পুনর্মিলনী অ্যামেচার গলফ টুর্নামেন্টের সঙ্গে সম্পৃক্ত হয়েছি। যেহেতু প্রথম এই ধরনের টুর্নামেন্ট হচ্ছে সে কারণেই যুক্ত হওয়া। যদিও এখন গলফের মৌসুম না, তবুও আশা করছি ভালো একটি টুর্নামেন্ট হবে। যেখানে অ্যামেচার গলফাররা তাদের ঝালিয়ে নিতে পারবে।’

এই প্রতিযোগিতার মিডিয়া পার্টনার এটিএন বাংলা, রেডিও পার্টনার রেডিও টুডে। সহযোগিতায় থাকবে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। আর অনলাইন পার্টনার হিসেবে থাকবে দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি.কম।


রাইজিংবিডি/ঢাকা/১৫ জুলাই ২০১৯/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়