ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ওয়েস্টহামের মাঠে রক্তাক্ত সিটি ডিফেন্ডার

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১৬, ২ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়েস্টহামের মাঠে রক্তাক্ত সিটি ডিফেন্ডার

ক্রীড়া ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে বুধবার রাতে ওয়েস্টহাম ইউনাইটেডের বিপক্ষে বড় জয় নিয়ে ফিরেছে ম্যানচেস্টার সিটি। তবে ওই ম্যাচে খেলতে নেমে রক্তাক্ত অবস্থায় মাঠ ছেড়েছেন সিটিজেন ডিফেন্ডার জন স্টোনস।

প্রিমিয়ার লিগে লন্ডন স্টেডিয়ামে ওয়েস্টহামের মুখোমুখি হয়েছিল ম্যানসিটি। ওই ম্যাচে জয়ের আনন্দের সঙ্গে পেপ গার্দিওলা দুশ্চিন্তায় পড়েছেন ডিফেন্ডার জন স্টোনসের ইনজুরি নিয়ে।

ওয়েস্টহামের খেলোয়াড় উইনস্টন রেইডের বুটের আঘাতে মাথায় জখম নিয়ে মাঠ ছাড়তে হয়েছে স্টোনসকে। নিজেদের বিপদ সীমায়  স্টোনসকে প্রতিহত করতে গিয়ে মাঠে পড়ে যাওয়া মাথায় আঘাত করে বসেন এভারটনের প্রাক্তন ডিফেন্ডার রেইড।

ম্যাচের ওই মূহুর্তে ৩-০ ব্যবধানে এগিয়ে ছিল ম্যানচেস্টার সিটি। শেষপর্যন্ত ৪-০ ব্যবধানের জয় নিয়ে মাঠে ছাড়ে পেপ গার্দিওলার প্রশিক্ষিত সিটিজেন শিবির। এর ফলে শেষ এক মাসে দুইবার  ওয়েস্টহামকে বড় ব্যবধানে হারাল ম্যানচেস্টার সিটি।

মাথায় বুটের আঘাতের পর মাথা থেকে রক্ত গড়িয়ে পড়ছিল স্টোনসের। এরপর আর খেলা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি তার পক্ষে।প্রাথমিক চিকিৎসা নিয়ে মাঠ ছাড়েন ২২ বছর বয়সি এ ফুটবলার।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২ ফেব্রুয়ারি ২০১৭/শামীম/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়