ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কক্সবাজারে বোয়িং বিমান চলাচলের উদ্বোধন

সুজাউদ্দিন রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৪৪, ৬ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কক্সবাজারে বোয়িং বিমান চলাচলের উদ্বোধন

কক্সবাজার প্রতিনিধি :  কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ের সম্প্রসারিত অংশে বোয়িং বিমান চলাচলের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজার যান তিনি। শনিবার সকাল ১০টায় বিমানের বোয়িং ৩৭৩-৮০০ উড়োজাহাজে করে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী।

সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে বড় আকারের ৭৩৭-৮০০ বোয়িং এয়ারক্র্যাফটের মুভমেন্টের জন্য বিমানবন্দরের সম্প্রসারিত রানওয়ে উদ্বোধন করেন। কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক সাধন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

পরে সেখান থেকে প্রধানমন্ত্রী কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ উদ্বোধন করার জন্য ইনানী যান। সড়ক ও মহাসড়ক বিভাগের তত্ত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনী ৮০ কিলোমিটার এই সড়ক নির্মাণ করেছে।

বিকেলে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এক জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

 

 

রাইজিংবিডি/কক্সবাজার/৬ মে ২০১৭/সুজাউদ্দিন রুবেল/এসএন/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়