ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

কক্সবাজারে অস্ত্র-গুলিসহ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

সুজাউদ্দিন রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৮, ১ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কক্সবাজারে অস্ত্র-গুলিসহ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ নুরকে (৫২) আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-৭ এর সদস্যরা।

রোববার দিবাগত রাতে পেকুয়ার রাজাখালী ইউনিয়নের বদিউদ্দিন পাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সৈয়দ নুর ওই এলাকার মৃত কাছিম আলীর ছেলে।

র‌্যাব জানান, সৈয়দ নুর একটি বাহিনীর প্রধান। তার বিরুদ্ধে ২৯টি মামলা রয়েছে। যার মধ্যে একটি হত্যা মামলায় তার ৩০ বছর কারাদণ্ড হয়েছে।

অভিযানে উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে- একটি ৭.৬৫ মিলিমিটার পিস্তল ও সেটির দুই রাউন্ড গুলি, একটি অটোমেটিক সাবমেশিন কারবাইন (এসএমসি), একটি রিভলবার, একটি ওয়ান শ্যুটারগান ও ৫ রাউন্ড গুলি।

র‌্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ মেজর রুহুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নিজবাড়ির সামনে থেকে পিস্তল ও গুলিসহ সৈয়দ নুরকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তিমতে অন্যান্য অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

এ ব্যাপারে মামলা করে নুরকে পেকুয়া থানায় সোপর্দ করা হয়েছে।



রাইজিংবিডি/কক্সাবাজার/১ মে ২০১৭/সুজাউদ্দিন রুবেল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়