ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কক্সবাজারে বিজিবির সঙ্গে গোলাগুলি, নারী নিহত

সুজাউদ্দিন রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫৬, ১৩ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কক্সবাজারে বিজিবির সঙ্গে গোলাগুলি, নারী নিহত

টেকনাফ হাসপাতালে আহতরা

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে ইয়াবা পাচারকারীদের সঙ্গে বিজিবি সদস্যদের গোলাগুলিতে জাহেদা খাতুন (৫০) নামে এক নারী নিহত ও চারজন গুলিবিদ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার সকালে টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের নাফ নদীর মোহনায় এ ঘটনা ঘটে। এ সময় বিপুল ইয়াবাসহ একটি নৌকা জব্দ করেছে বিজিবি।

জাহেদা খাতুন মিয়ানমারের মংডু শহরের কালু মিয়ার স্ত্রী। গুলিবিদ্ধ হয়েছেন মিয়ানমারের মংডু শহরের মোহাম্মদ তৈয়ুবের স্ত্রী রশিদা খাতুন (২৫), একই এলাকার মৃত আবু জাহেরের স্ত্রী মজুমা খাতুন (৪৯), মকবুল আহমদের পুত্র মোহাম্মদ কাসেম (৭০) ও টেকনাফের শাহপরীর দ্বীপের আবদুল গফ্ফারের পুত্র মোহাম্মদ শফিক (২০)।

বিজিবির কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্নেল রকিবুল হক জানান, নৌকায় ইয়াবা নিয়ে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবি সদস্যরা মাদক ব্যবসায়ীদের চ্যালেঞ্জ করে। এ সময় তারা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। বিজিবি সদস্যরাও পাল্টা গুলি করে। এতে এক নারী নিহত ও চারজন আহত হন। হতাহতরা টেকনাফ হাসপাতালে রয়েছে। বিস্তারিত পরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।



রাইজিংবিডি/কক্সবাজার/১৩ এপ্রিল ২০১৭/সুজাউদ্দিন রুবেল/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়