ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কক্সবাজারে ৭৮ পাইপ বোমা তৈরির সরঞ্জামসহ আটক ২

সুজাউদ্দিন রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১২, ১৭ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কক্সবাজারে ৭৮ পাইপ বোমা তৈরির সরঞ্জামসহ আটক ২

উদ্ধার করা বোমা তৈরির সরঞ্জাম

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারে ৭৮টি পাইপ বোমা তৈরির সরঞ্জামসহ দুইজনকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা।

মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে কক্সবাজার শহরের খুরুস্কুল রাস্তার মাথা নামক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন কক্সবাজার সরকারি কলেজ সংলগ্ন মহুরীপাড়ার মৃত নুরুল ইসলামের ছেলে করিম উল্লাহ (৪০) ও শহরের রুমালিয়ারছড়ার মৃত জাফর হোসেনের ছেলে মোহাম্মদ রমিজ (৪২)।

বিকেল সাড়ে ৪টার দিকে কক্সবাজার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে র‌্যাব -৭ এর কক্সবাজার কোম্পানি কমান্ডার লে. কর্নেল আশেকুর রহমান জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ব্যাটারিচালিত টমটম গাড়ি থেকে দুই বস্তা বোমা তৈরির সরঞ্জামসহ এই দুইজনকে আটক করা হয়।

প্রেস ব্রিফিংয়ে তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে আটক দুইজন কোনো নিষিদ্ধ রোহিঙ্গা সংগঠনের সদস্য। তাদের বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে। একই সঙ্গে বোমা তৈরির সরঞ্জামগুলো কোথা এসেছে তা জানার অনুসন্ধান চলছে।

আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে আরো অভিযান চালানো হবে বলে জানিয়েছেন তিনি। উদ্ধার  করা সরঞ্জামগুলো র‌্যাবের বিশেষজ্ঞ দল পরীক্ষা-নিরীক্ষা করছে। আটকদের অধিকতর জিজ্ঞাসাবাদ এবং তদন্ত চলছে বলে জানান তিনি।

 

 

রাইজিংবিডি/কক্সবাজার/১৭ জানুয়ারি ২০১৭/সুজাউদ্দিন রুবেল/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়