ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কটূক্তিমূলক স্ট্যাটাস শেয়ার : ২ আনসার সদস্য গ্রেপ্তার

আলী আকবর টুটুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:০২, ২৭ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কটূক্তিমূলক স্ট্যাটাস শেয়ার : ২ আনসার সদস্য গ্রেপ্তার

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোংলায় ধর্ম নিয়ে কটূক্তি করা একটি স্ট্যাটাস ফেসবুকে শেয়ার দেওয়ার অভিযোগে দুই আনসার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে মোংলা বন্দর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আনসার সদস্যরা হলেন- খুলনার তেরখাদা উপজেলার রমেশ রায় (২৫) এবং মাগুরার শালিখা উপজেলার লক্ষণ মণ্ডল (২৭)। তারা মোংলা বন্দরে কর্মরত ছিলেন।

এ ঘটনায় মোংলা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আরিফা খাতুন বাদী হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে ওই দুই আনসার সদস্যের বিরুদ্ধে মোংলা থানায় মামলা করেছেন।

মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লুৎফর রহমান বলেন, ২৩ জানুয়ারি সকাল ৯টা তিন মিনিটে পার্থ সারথী বাসুদেব শ্রীকৃষ্ণ নামের একটি ফেসবুক আইডিতে ধর্ম নিয়ে কটূক্তি করা একটি স্ট্যাটাস রমেশ ও লক্ষণ শেয়ার করেন। তাদের দেওয়া ওই স্ট্যাটাস ফেসবুকে ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার মোংলা বন্দরের কর্মকর্তারা ফেসবুকে তা দেখতে পেয়ে রমেশ ও লক্ষণকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। তাদের দেওয়া স্ট্যাটাস যাচাই বাছাই করা হচ্ছে।



রাইজিংবিডি/বাগেরহাট/২৭ জানুয়ারি ২০১৭/আলী আকবর টুটুল/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়