ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

কঠোর অনুশীলনে ওয়ালটন সেন্ট্রাল জোন

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩২, ২৩ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কঠোর অনুশীলনে ওয়ালটন সেন্ট্রাল জোন

ক্রীড়া প্রতিবেদক : শিরোপায় চোখ রেখে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) বর্তমান চ্যাম্পিয়ন ওয়ালটন সেন্ট্রাল জোন অনুশীলন করেছে। রোববার আনুষ্ঠানিকভাবে ওয়ালটনের অনুশীলন শুরু হয়। আজ সোমবারও ব্যাট-বলে ঘাম ঝরিয়েছেন চ্যাম্পিয়ন দলের ক্রিকেটাররা।

এর আগে ওয়ালটন জাতীয় লিগ শেষ হওয়ার পর বিশেষ ব্যবস্থায় নিজেদের জোনের ক্রিকেটারদের নিয়ে এক সপ্তাহ স্ট্রেন্থ ও কন্ডিশনিং ক্যাম্পের আয়োজন করে ওয়ালটন কর্তৃপক্ষ। 


সোমবার সকাল সাড়ে নয়টায় জিম সেশন দিয়ে প্রস্তুতি শুরু করেন মোশাররফ হোসেন রুবেল, শামসুর রহমান ও মার্শাল আইয়ুবরা। দুই ঘন্টা জিমে ঘাম ঝরানোর পর একাডেমি মাঠে ব্যাট-বলের অনুশীলন করেন ক্রিকেটাররা। এ সময় স্কোয়াডে থাকা ১৯ ক্রিকেটারই উপস্থিত ছিলেন।


বরাবরের মতো এবারও দক্ষ ও অভিজ্ঞ কোচ ও ট্রেনারকে পাশে পেয়েছে ওয়ালটন সেন্ট্রাল জোন। কোচ হিসেবে আছেন মিজানুর রহমান বাবুল। তার সহকারী হিসেবে থাকবেন গোলাম মুর্তজা। এছাড়া ট্রেনার হিসেবে আছেন তুষার কান্তি হাওলাদার।

প্রসঙ্গত, প্রথম শ্রেণির ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক আসর বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) এর প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ওয়ালটন সেন্ট্রাল জোন। এরপর সবশেষ চতুর্থ আসরে দ্বিতীয় শিরোপার স্বাদ পায় ওয়ালটন। এবারও শিরোপায় চোখ রেখে সবার আগে অনুশীলন শুরু করেছে দলটি। আগামী ২৮ জানুয়ারি থেকে বিসিএলের পঞ্চম আসর মাঠে গড়াবে।


ওয়ালটন সেন্ট্রাল জোন স্কোয়াড: শামসুর রহমান, সাইফ হাসান, রকিবুল হাসান, মার্শাল আইয়ুব, তাইবুর রহমান, শুভাগত হোম, তানভীর হায়দার, মোশাররফ হোসেন রুবেল, মোহাম্মদ শরীফ, শহীদুল ইসলাম, আব্দুল মজিদ, শাহাদাত হোসেন রাজীব, মোহাম্মদ শরীফউল্লাহ, জাকির আলী অনিক, দেওয়ান সাব্বির, আবু হায়দার রনি, মেহরাব হোসেন জুনিয়র, নাদিফ চৌধুরী ও রনি তালুকদার।



রাইজিংবিডি/ঢাকা/২৩ জানুয়ারি ২০১৭/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়