ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কণিকাকে নিয়ে উদ্বিগ্ন পরিবার

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৮, ২৯ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কণিকাকে নিয়ে উদ্বিগ্ন পরিবার

‘বেবি ডল’, ‘চিঠিয়া কালাইয়া’সহ অসংখ্য জনপ্রিয় বলিউড গানের শিল্পী কণিকা কাপুর। সম্প্রতি তিনি কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন।

বর্তমানে উত্তরপ্রদেশের সঞ্জয় গান্ধী পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কণিকা। কিন্তু চারবার টেস্ট করার পরও তার রিপোর্ট পজেটিভ এসেছে। এ নিয়ে ভীষণ উদ্বিগ্ন তার পরিবার।

নাম প্রকাশ না করে এই গায়িকার পরিবারের এক সদস্য হিন্দুস্তান টাইমসে বলেন, ‘আমরা কণিকার টেস্ট রিপোর্টে উদ্বিগ্ন। মনে হচ্ছে, চিকিৎসায় কোনো কাজ হচ্ছে না। এই মুহূর্তে লকডাউন চলছে, উন্নত চিকিৎসার জন্য বিমানে কোথাও নিয়ে যাব সেটাও সম্ভব হচ্ছে না। আমরা এখন শুধু প্রার্থনা করতে পারি।’ 

যদিও চিকিৎসকরা জানিয়েছেন, এই গায়িকার অবস্থা বর্তমানে স্বাভাবিক রয়েছে।

গত ৯ মার্চ লন্ডন থেকে ভারতে ফেরেন কণিকা কাপুর। পরবর্তী সময়ে করোনার লক্ষণ দেখা দিলে পরীক্ষা করান এবং রিপোর্ট পজিটিভ আসে। এরপর ২০ মার্চ তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ইনস্টগ্রামে এক বিবৃতিতে করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়ে তিনি লেখেন, ‘আমি কোভিড-১৯ টেস্ট করিয়েছি এবং এটি পজেটিভ এসেছে। আমি ও আমার পরিবার সম্পূর্ণ কোয়ারেন্টাইনে আছি এবং চিকিৎসকের পরামর্শ মতো চলছি। আমার সংস্পর্শে আসা ব্যক্তিরাও একই অবস্থায় আছেন। দশ দিন আগে বিমানবন্দনে আমাকে নিয়মমাফিক স্ক্যান করা হয় এবং আমি বাড়ি ফিরি। চার দিন আগে আমার উপসর্গগুলো দেখা দেয়।’

পাশাপাশি সবাইকে স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়ে তিনি লেখেন, ‘আমি এখন ঠিক আছি। স্বাভাবিক সর্দি-কাশি ও হালকা জ্বর রয়েছে। তবে আমাদের আরো সতর্ক হতে হবে এবং চারপাশে থাকা মানুষের কথা ভাবতে হবে। কেন্দ্র সরকার, রাজ্য ও স্থানীয় বিশেষজ্ঞদের পরামর্শ মেনে আমরা এই সংকট কাটিয়ে উঠতে পারি। সকলের সুস্থতা কামনা করছি।’

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়