ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কমেনি ডেঙ্গু আক্রান্ত রোগী

এম.শাহীন গোলদার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:১৯, ১৫ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কমেনি ডেঙ্গু আক্রান্ত রোগী

সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরায় ডেঙ্গুর প্রভাব এখনো কমেনি। প্রতিদিনই এডিস মশার কামড়ে নতুন নতুন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছে।

গত ২৪ ঘন্টায় ১০ জন ডেঙ্গু রোগী সাতক্ষীরার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

বাড়ি বাড়ি পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়েও এডিস মশার প্রজননক্ষেত্র ধ্বংস করা সম্ভব হচ্ছে না। সাধারণ মানুষের অসচেনতা ও উদাসীনতাকেই দায়ী করছে সুশীল সমাজ।

সাতক্ষীরা সিভিল সার্জন ডা. শেখ আবু শাহিন জানান,সাতক্ষীরায় আজ পর্যন্ত ৬২৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এর মধ্যে বিভিন্ন হাসপাতালে এখন পর্যন্ত ভর্তি রয়েছে ৪১ জন। চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন আরো ৪৪১ জন এবং উন্নত চিকিৎসার জন্য  রেফার করা হয়েছে ১৪৭ জনকে।

 

রাইজিংবিডি/সাতক্ষীরা/১৫সেপ্টেম্বর২০১৯/শাহীন গোলদার/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়