ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৩ লাখ মানুষ

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১০, ৭ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৩ লাখ মানুষ

মহামারি করোনাভাইরাসে এলোমেলো গোটা বিশ্ব। বিশ্বের ২০৯টি দেশ ও দুটি আন্তর্জাতিক অঞ্চলের ১৪ লাখ ১১ হাজার ৯৯ জন মানুষ আক্রান্ত হয়েছে এই ভাইরাসে। প্রাণ হারিয়েছে ৮১ হাজার ৪৪ জন। তবে অপ্রতিরোধ্য এই ভাইরাসের সঙ্গে লড়াই করে সেরে উঠেছে ৩ লাখ ৭৫৯ জন।

উহান প্রদেশ থেকে শুরু হওয়া এই ভাইরাস থেকে সর্বোচ্চ ৭৭ হাজার ১৬৭ জন সুস্থ হয়েছে চীনে। দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ হাজার ২০৮ জন সুস্থ হয়ে উঠেছে স্পেনে। জার্মানিতে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৩৬ হাজার ৮১ জন। ইরানে সুস্থ হয়েছে ২৭ হাজার ৩৯ জন।

এ ছাড়া ইতালিতে ২৪ হাজার ৩৯২, যুক্তরাষ্ট্রে ২১ হাজার ৩১৬, ফ্রান্সে ১৯ হাজার ৩৩৭, সুইজারল্যান্ডে ৮ হাজার৭০৪ হন ও বেলজিয়ামে ৪ হাজার ১৪৭ জন সেরে উঠেছে এই ভাইরাসের সঙ্গে লড়াই করে।

প্রতিনিয়তই হাজার হাজার মানুষ নতুন করে আক্রান্ত হচ্ছে এই ভাইরাসে। প্রাণ হারাচ্ছে হাজার হাজার। সুস্থ হয়ে ওঠার সংখ্যার চেয়ে অনেক বেশি গতিতি আক্রান্ত হচ্ছে মানুষ। প্রশ্ন থেকে যায় করোনাভাইরাসের এই রাহু গ্রাস থেকে কবে মুক্তি পাবে বিশ্ব?

 

ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়