ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

করোনাভাইরাসের প্রভাব পড়েছে ফেসবুক সার্ভারে

মোখলেছুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩১, ১৯ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনাভাইরাসের প্রভাব পড়েছে ফেসবুক সার্ভারে

যেসব দেশে কোভিড-১৯ করোনাভাইরাসের কারণে প্রতিদিনের জীবন ব্যাহত হচ্ছে, সেখানে ডিজিটাল যোগাযোগের পরিমাণ অনেক বেড়ে গেছে। এ খবরটি এসেছে সরাসরি মার্ক জাকারবার্গের কাছে থেকে। 

গত বুধবার কোভিড-১৯ নিয়ে ফেসবুকের প্রতিক্রিয়া সম্পর্কিত এক প্রেস কনফারেন্সে তিনি এ তথ্য তুলে ধরেন। ফেসবুক প্রধান নির্বাহী জানান, ইতালি এবং অন্যান্য করোনাভাইরাস প্রভাবিত দেশগুলোতে হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারের ভয়েস কলের পরিমাণ স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণেরও বেশি হয়ে গেছে।

করোনা পরিস্থিতিতে মানুষজন বাড়িতে থেকে ভার্চুয়াল যোগাযোগের ওপর নির্ভর করছে। আর এর ফলে ফেসবুকের সার্ভারগুলোতেও ডাটা আদান-প্রদানের পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে।

সার্ভার ডাউনের মতো পরিস্থিতি সামাল দিতে ফেসবুক তাদের সার্ভারগুলোর অবকাঠামো এবং ক্ষমতা বাড়াতে কাজ করছে। হোয়াটসঅ্যাপের জন্য ইতিমধ্যে সার্ভারের ক্ষমতা দ্বিগুণ করেছে ফেসবুক। জাকারবার্গ জানান, করোনাভাইরাসের ফলে বিশ্বজুড়ে যেসব দেশের নাগরিকরা তাদের যোগাযোগের প্রাথমিক মাধ্যম হিসেবে হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং ইনস্টাগ্রামের উপর নির্ভর করছে, তাদের সুবিধার্থে ফেসবুক অবশ্যই অবকাঠামোগত ক্ষমতা আরো বেশি বাড়ানোর পরিকল্পনা ও বিকাশ চালিয়ে যাবে।

এটি অবশ্য ফেসবুক কর্মীদের, বিশেষ করে যারা অবকাঠামো রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন তাদের জন্য একটি নতুন চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে। ফেসবুক কর্মীদের বাসায় থেকে কাজ করার নীতিমালাটি বৃহস্পতিবার থেকে কার্যকর হচ্ছে। জাকারবার্গ জানান, তাদের শুধুমাত্র সার্ভার পরিচালনা ও সুরক্ষার দায়িত্বে নিয়োজিত কর্মীরাই প্রয়োজনীয় ভূমিকা পালনের জন্য অফিসে থাকবেন।

ঢাকা/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়