ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

করোনার ভয়ে বনবাস

শাহিদুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:০৫, ১৫ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনার ভয়ে বনবাস

প্রতীকী ছবি

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস থেকে বাঁচার সবচেয়ে ভালো উপায় হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রাখা। এই দূরত্ব বজায় রাখতেই বন্ধ করে দেয়া হচ্ছে বিশ্বের একের পর এক দেশ। লকডাউনের ঘেরাটোপে ঢেকে ফেলা হচ্ছে একের পর এক শহর। নিষিদ্ধ ও নিরুৎসাহিত করা হচ্ছে মানুষের সামাজিক মেলামেশা।

তবে সামাজিক দূরত্ব বজায় রাখতে বিশ্বব্যাপী মানুষের হাস্যকর কর্মকাণ্ডও চোখে পড়ছে অহরহ। কেউ নিজেকে বেলুনে আবদ্ধ করে রাস্তায় বের হচ্ছেন তো কেউ জিরাফের সাজে হাসপাতালে উপস্থিত হচ্ছেন। এমন অদ্ভুত কর্মকাণ্ডের তালিকায় সর্বশেষ সংযোজন রাশিয়ার এক দম্পতির নাম। এই দম্পতি সামাজিক দূরত্ব বজায় রাখতে ঘর ছেড়ে লোকালয় থেকে দূরে বনে গিয়ে আশ্রয় নেন।

তাদের বাড়ি রাশিয়ার সিভার্ডলোভাস্ক শহরে। সম্প্রতি ওই দম্পতি তাদের তিন সন্তানসহ এক বনে গিয়ে আশ্রয় নেয় এবং সেখানেই খোলা আকাশের নিচে বসবাস শুরু করে।

পরে তাদের এক নিকট আত্মীয় পুলিশকে ফোন করে এই ঘটনা জানায়। দেরি না করে পুলিশের কয়েকজন সদস্য তাদের খুঁজতে বনে গিয়ে হাজির হয়। তারা দেখেন তিন সন্তানসহ ওই দম্পতি গাছের নিচে বসে আছেন। এই গাছের নিচেই তারা আগের রাতে ঘুমিয়েছিলেন। তাদের সঙ্গে ছিল কিছু শুকনো খাবার ও কাপড়।

পুলিশ দেখে হবাক হন ওই দম্পতি। প্রাথমিক ধাক্কা সামলিয়ে তারা পুলিশকে তাদের বনবাসের কারণ জানান। কিন্তু পুলিশ তাদের কোনো জবাবেই সন্তুষ্ট না হয়ে সোজা থানায় নিয়ে হাজির হন। কারণ ওই বনে থাকাটা তাদের জন্য যেমন অনিরাপদ তেমনি শহর কর্তৃপক্ষের কাছেও বিব্রতকর বটে।

শেষ খবর পাওয়া পর্যন্ত ওই দম্পতি থানা হেফাজাতে রয়েছেন। তাদের সন্তানদের স্থানীয় শিশু নিবাস কেন্দ্রে পাঠিয়ে দেয়া হয়েছে। এছাড়া সন্তানদের নিরাপত্তা ঝুঁকিতে ফেলার জন্য তাদের শিশু নিরাপত্তা আইনে ৫০০ রুবল জরিমানা করা হয়েছে।

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়