ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

রংপুর-৩ উপ-নির্বাচন

কর্মকর্তা-কর্মচারীদের বদলি না করার নির্দেশ

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৬, ২ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কর্মকর্তা-কর্মচারীদের বদলি না করার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের রংপুর-৩ আসনের উপ-নির্বাচন উপলক্ষে সরকারি কোন কর্মকর্তা বা কর্মচারীদের বদলি না করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার নির্বাচন কমিশন থেকে জানা গেছে, ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি মন্ত্রিপরিষদ সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, রিটার্নিং কর্মকর্তা, মহাপুলিশ পরিদর্শকসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনা দেওয়া চিঠিতে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-১৯৭২ অনুযায়ী, নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনী ফলাফল ঘোষণার পরবর্তী ১৫ দিনের মধ্যে নির্বাচন কমিশনের পূর্বানুমতি ব্যতিত কাউকে কর্মস্থল থেকে বদলি করা যাবে না।

রংপুর-৩ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণের জন্য ইলেকট্রনিক ভোটিং মেশিন(ইভিএম) ব্যবহার করা হবে।

তফসিল অনুযায়ী নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৯ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১১ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ১৬ সেপ্টেম্বর এবং ভোটগ্রহণ ৫ অক্টোবর।

এ আসনে ১৭৫টি ভোটকেন্দ্র রয়েছে। আসনটিতে মোট ভোটার ৪ লাখ ৪১ হাজার ৬৭১ জন। যার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২১ হাজার ১০৯ জন আর মহিলা ভোটার ২ লাখ ২০ হাজার ৫৬২ জন।


রাইজিংবিডি/ঢাকা/২ সেপ্টেম্বর ২০১৯/হাসিবুল/নবীন হোসেন 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়