ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কলেজ শিক্ষকদের প্রশিক্ষণ দেবে মালয়েশিয়া

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৫, ২২ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কলেজ শিক্ষকদের প্রশিক্ষণ দেবে মালয়েশিয়া

নিজস্ব প্রতিবেদক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের শিক্ষকদের সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ দেবে মালয়েশিয়ার ইউনিভার্সিটি অব নটিংহাম।

কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্টের (সিইডিপি) আওতায় এ প্রশিক্ষণ দেবে মালয়েশিয়া। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং জাতীয় বিশ্ববিদ্যালয় যৌথভাবে সিইডিপি বাস্তবায়ন করবে। এর মূল লক্ষ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষকদের টিচিং, লার্নিং এবং গভর্নেন্সের মানোন্নয়ন করা।

রোববার ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নানের সঙ্গে সাক্ষাৎকালে এ বিষয়টি জানায় ইউনিভার্সিটি অব নটিংহামের প্রতিনিধিদল। এ সময় কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্টের (সিইডিপি)বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন উচ্চশিক্ষার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে রূপান্তর করতে বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। শিক্ষা ক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়াতে বর্তমান সরকার বিশেষ পদক্ষেপ নিয়েছে। এর ফলে প্রতি বছর শিক্ষা ক্ষেত্রে নারীর অংশগ্রহণ ক্রমশ বাড়ছে।

ইউনিভার্সিটি অব নটিংহামের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. এম শাহ নওয়াজ আলি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ, ইউনিভার্সিটি অব নটিংহামের অধ্যাপক গ্যানাকুমারান সুব্রামানিয়াম, সিইডিপির প্রকল্প পরিচালক জাহিদুল ইসলাম প্রমুখ।



রাইজিংবিডি/ঢাকা/২২ জানুয়ারি ২০১৭/ইয়ামিন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়