ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কাঁঠালবাড়ি ঘাটে ঢাকামুখী মানুষের চাপ

বেলাল রিজভী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০৪, ১ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কাঁঠালবাড়ি ঘাটে ঢাকামুখী মানুষের চাপ

মাদারীপুর প্রতিনিধি : ঈদের ছুটি শেষ হওয়ায় শনিবার সকাল থেকে মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ঘাটে ঢাকামুখী মানুষের চাপ বেড়েছে।

ভিড় সামাল দিতে উপজেলা প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএর কর্মকর্তারা তৎপর রয়েছেন। এরপরও লঞ্চে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে।

ফেরি ঘাটেও ঢাকামুখী যানবাহনের চাপ বেড়েছে। গত দুদিন স্পিডবোটে ১২০ টাকার স্থলে ১৮০ টাকা ভাড়া আদায় করলেও আজ তা আরো বৃদ্ধি পেয়েছে। একাধিক যাত্রী জানান, সকাল থেকে স্পিডবোটে ২০০ টাকা করে ভাড়া আদায় করা হচ্ছে।

এ ছাড়া দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা সব যানবাহনে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে।

মাদারীপুর পুলিশ সুপার সরোয়ার হোসেন জানান, যাত্রীদের চাপ সামাল দিতে ঘাট এলাকায় পুলিশ,  র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

 

 

 

 

রাইজিংবিডি/মাদারীপুর/১ জুলাই ২০১৭/বেলাল রিজভী/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়