ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘কাউকে তো জোর করে চেনানো যায় না’ (ভিডিও)

ছাইফুল ইসলাম মাছুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৮, ২৯ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘কাউকে তো জোর করে চেনানো যায় না’ (ভিডিও)

এ বছর বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য স্বাধীনতা পুরস্কার পেয়েছেন এসএম রইজ উদ্দিন আহম্মদ। অবসরপ্রাপ্ত সরকারি এই কর্মকর্তা ৩০টিরও বেশি বই লিখলেও সমকালীন সাহিত্য অঙ্গণে পরিচিত নন। এই পুরস্কার নিয়ে এখনো সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা চলছে।

এদিকে একুশে বইমেলায় এসেছিলেন রইজ উদ্দিন। স্বাধীনতা পুরস্কার প্রাপ্তিসহ বইমেলার নানা বিষয় নিয়ে রাইজিংবিডির সঙ্গে কথা বলেছেন তিনি।

বইমেলার প্রশংসা করে রইজ উদ্দিন বলেন, ‘এবারের বইমেলা চমৎকার, সুন্দর পরিবেশ। আগে তো শুধু বাংলা একাডেমির মধ্যে মেলা সীমাবদ্ধ ছিল। সেখানে প্রচণ্ড ভিড় হতো। সবাই স্টল পেত না, সুযোগও ছিল না। পরিসর বৃদ্ধির ফলে লেখক প্রকাশকদের জন্য যেমন ভালো হয়েছে, তেমনি পাঠকের জন্য সুবিধা হয়েছে। কারণ তারা ঘুরে ঘুরে বই কিনতে পারেন। অনেকে মেলায় আসেন ঘুরতে। তারাও মেলার নান্দনিক দৃশ্য ঘুরে ঘুরে দেখতে পারেন। বইমেলা প্রাণের মেলা, প্রাণের টানে মানুষ এখানে আসেন।’

স্বাধীনতা পুরস্কার ঘোষণার পর বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক শামসুজ্জামান খান ফেসবুকে লিখেছিলেন—‘এবার সাহিত্যে স্বাধীনতা পুরস্কার পেলেন রইজউদ্দীন, ইনি কে? চিনি না তো। নিতাই দাসই বা কে! হায়! স্বাধীনতা পুরস্কার!’ এ প্রসঙ্গে রইজ উদ্দিন আহম্মদ বলেন, ‘কাউকে তো জোর করে চেনানো যায় না। শামসুজ্জামান খান মহাপরিচালক থাকাকালীন তার সঙ্গে অনুষ্ঠান করেছি। আমি যেহেতু বাংলা একাডেমির সদস্য। এজন্য প্রতি বছর একাডেমির দুই তিনটা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়ে থাকে। যদিও বিষয়টি তার ব্যক্তিগত। কিংবা তার স্মৃতিতে নাও থাকতে পারে।’

দেখুন ভিডিও:

 

ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়