ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘কানাডার সঙ্গে সম্পর্ক ঐতিহাসিকভাবে বন্ধুত্বপূর্ণ’

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০২, ৭ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘কানাডার সঙ্গে সম্পর্ক ঐতিহাসিকভাবে বন্ধুত্বপূর্ণ’

পররাষ্ট্র সচিব এম শহীদুল হক বলেছেন, বাংলাদেশের সাথে কানাডার সম্পর্ক ঐতিহাসিকভাবে বন্ধুত্বপূর্ণ। কোনো বিপত্তি ছাড়াই কানাডা-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে চলেছে। আগামী দিনে দুই দেশের সম্পর্ক আরো গভীর হবে।

শনিবার রাজধানীর সিক্স সিজন হোটেলে ‘বাংলাদেশ-কানাডার সম্পর্ক : অংশীদারিত্বের কৌশল নির্ধারণ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ আলোচনা সভার আয়োজন করে কসমস ফাউন্ডেশন।

অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার বোনোয়ে প্রিফন্টেইন, কসমস ফাউন্ডেশনের চেয়ারম্যান এনায়েতুল্লাহ খান প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরী।

অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব এম শহীদুল হক আরো বলেন, দুই দেশের মধ্যকার সর্ম্পকের গভীরতা গত ৪৭ বছরে আরো বেড়েছে। গণতন্ত্র, স্বাধীনতা, মানবাধিকার, আইনের প্রয়োগ ইত্যাদির মূল্যবোধের ওপর প্রতিষ্ঠিত এ দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক মূলত বাণিজ্য, বিনিয়োগ, আঞ্চলিক নিরাপত্তা, উন্নয়নমূলক সহযোগিতা, অভিবাসন প্রভৃতি বিষয়ের ওপর বিশেষ লক্ষ রাখে।

এ সময় সচিব রোহিঙ্গা ইস্যুতে কানাডার অব্যাহত সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং আগামীতে এই ধারা অব্যাহত রাখার পাশাপাশি জোরদার করার আহ্বান জানান।


ঢাকা/হাসান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়