ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

কান্তজিউ মন্দিরে বোমা হামলা : ২ জেএমবির জবানবন্দি

নজরুল মৃধা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৫, ২৭ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কান্তজিউ মন্দিরে বোমা হামলা : ২ জেএমবির জবানবন্দি

নিজস্ব প্রতিবেদক, রংপুর : দিনাজপুরে ঐতিহাসিক কান্তজিউ রাসমেলায় বোমা হামলা মামলার ২ নব্য জেএমবি সদস্য আদালতের স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।

দিনাজপুর কোর্ট পুলিশ পরিদর্শক শহীদ সোহরাওয়ার্দী জানান, সোমবার সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোপাল চন্দ্র রায়ের আদালতে মানিক মিয়া (২৭) ও জাকির হোসেন (২৫) নিজেদের জড়িত থাকার বিবরণ দিয়ে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

কান্তজিউ রাসমেলায় বোমা হামলার মামলার গ্রেপ্তারকৃত ২ নব্য জেএমবির পলাতক ২ আসামিকে বৃহস্পতিবার রাতে ১৬ মাস পর দিনাজপুরের ডিবি পুলিশ গ্রেপ্তার করে।

শুক্রবার আদালত তাদের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করলে সোমবার রিমান্ড শেষে আদালতে হাজির করা হলে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

প্রসঙ্গত, ২০১৫ সালের ৪ ডিসেম্বর রাতে দিনাজপুরের ঐতিহ্যবাহী কান্তজিউ রাসমেলার যাত্রামঞ্চে নব্য জেএমবি সদস্য জাকির ও মানিক তাদের সহযোগীদের নিয়ে বোমা বিস্ফোরণ ঘটায়। ওই হামলায় ৬ জন দর্শক গুরুতর এবং ১৬ জন আংশিক দগ্ধ হন। ইতিপূর্বে মামলাটি তদন্ত করে গ্রেপ্তারকৃত ২ জনসহ ৮ জনের বিরুদ্ধে ডিবি পুলিশ আদালতে চার্জশিট দেন।



রাইজিংবিডি/রংপুর/২৭ মার্চ ২০১৭/নজরুল মৃধা/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়