ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কালকিনিতে দুই গ্রুপে হামলা-পাল্টা হামলা, বোমা বিস্ফোরণ

বেলাল রিজভী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৯, ৭ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কালকিনিতে দুই গ্রুপে হামলা-পাল্টা হামলা, বোমা বিস্ফোরণ

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের কালকিনি উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে গত দুই দিনে দুই গ্রুপের মধ্যে হামলা-পাল্টা হামলা হয়েছে। এতে কমপক্ষে পাঁচজন আহত হয়েছে।

এ সময় আতঙ্ক সৃষ্টি করতে একাধিক বোমা বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। নিখোঁজের গুজব ছড়ানোর অভিযোগ উঠেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের মধ্যচর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন থেকে আখতার শিকদার গ্রুপের সঙ্গে  মোস্তাফিজুর রহমান সুমন গ্রুপের দ্বন্দ্ব চলে আসছিল। এ দ্বন্দ্বের জের ধরে সোমবার বিকেলে আখতার শিকদার গ্রুপের লোকজন প্রতিপক্ষ গ্রুপের উপর হামলা চালায়। এ সময় রিজিয়া বেগম (৬০) ও মজিবর বেপারীসহ (১৯) পাঁচজন আহত হয়েছে। বেশ কয়েকটি বাড়ি-ঘর লুটপাট করা হয়েছে। 

এ ঘটনার জের ধরে মঙ্গলবার দুপুরে আবার দুই গ্রুপ হামলা-পাল্টা হামলা করে।

এ ব্যাপারে খাসেরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরীফ আব্দুর রশিদ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নিখোঁজের গুজবের সত্যতা পাওয়া যায়নি। বিস্ফোরণে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।



রাইজিংবিডি/মাদারীপুর/৭ ফেব্রুয়ারি ২০১৭/বেলাল রিজভী/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়