ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

কালিকাপ্রসাদকে ছাড়াই দোহার’র প্রথম অ্যালবাম (ভিডিও)

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৮, ২ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কালিকাপ্রসাদকে ছাড়াই দোহার’র প্রথম অ্যালবাম (ভিডিও)

বিনোদন ডেস্ক: লোকজ বাংলা গানের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী ও পশ্চিমবঙ্গের দোহার ব্যান্ডের গায়ক-সংগীত পরিচালক কালিকাপ্রসাদ ভট্টাচার্য। ২০১৭ সালের ৭ মার্চ সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন তিনি। তারপর ব্যান্ড দল থেকে নতুন কোনো অ্যালবাম প্রকাশিত হয়নি।

কালিকাপ্রসাদের প্রয়াণের দুই বছর পর দোহার নিয়ে এলো ‘আবহমান’ শিরোনামে নতুন অ্যালবাম। পাঁচটি গান নিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। অ্যালবামটির ‘ছাড়িলাম হাসনের নাও রে’ শিরোনামের গানটি মুক্তি পেয়েছে। গানটির রচয়িতা ও সুরকার বাংলাদেশের মরমী কবি হাসন রাজা। গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রয়াত কালিকাপ্রসাদ ভট্টাচার্য। গানটি নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও। গানটির বিশেষত্ব হলো— কোনো যন্ত্রানুষঙ্গ ছাড়াই তৈরি করা হয়েছে এটি। ব্যবহৃত হয়েছে মৌখিক সাউন্ড স্কেপ। খুব শিগগির মুক্তি পাবে বাকি চারটি গানও। 

ভারতীয় একটি সংবাদমাধ্যম প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, ২০১৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়ে এই অ্যালবামটির পরিকল্পনা করেছিলেন দোহারের সদস্যরা। কলকাতায় ফিরে অ্যালবামের কাজও শুরু করেছিলেন। দোহার ব্যান্ডের সদস্য রাজীব দাসের ভাষায়, ‘কালিকাদা থাকাকালীন এই অ্যালবামটির ৮০ শতাংশ কাজ শেষ হয়েছিল। বাকি খুঁটিনাটি কাজ শেষ করেই অ্যালবামটি প্রকাশ করা হচ্ছে।’

প্রকাশিত গানটির মিউজিক ভিডিওতে দেখা যায় কালিকাপ্রসাদকে। এ প্রসঙ্গে রাজীব দাস বলেন, ‘জনপ্রিয় কোনো জায়গায় যাওয়ার পরিকল্পনা হলেই দাদা বলতেন— একটা ক্যামেরা নিয়ে যাব, ওখানে গিয়ে আমরা গানবাজনা করব আর সেটা ক্যামেরায় রেকর্ড করা হবে। মিউজিক ভিডিওতে ব্যবহৃত কালিকাদার ফুটেজটি সেরকমই এক ঘটনার। কানাডা সফরে গিয়ে নায়াগ্রা ফলস দেখতে গিয়েছিলাম। সেখানেই ক্যামেরায় রেকর্ড করা হয়েছিল আমাদের কাণ্ডকারখানা। মিউজিক ভিডিওর শেষে সেখান থেকেই কালিকাদার অংশটি জুড়ে দেওয়া হয়েছে।’

দেখুন: ‘ছাড়িলাম হাসনের নাও রে’ গানটি।




রাইজিংবিডি/ঢাকা/২ সেপ্টেম্বর ২০১৯/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়