ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিলের প্রতিবাদে বিক্ষোভ

আব্দুল্লাহ আল নোমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৯, ৯ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিলের প্রতিবাদে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, সিলেট : ভারতীয় সংবিধানে কাশ্মিরের ‘বিশেষ মর্যাদা’ দেয়া ৩৭০ নম্বর ধারা বাদ দেয়ার প্রতিবাদ জানিয়ে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর এ কর্মসূচির আয়োজন করে আনজুমানে আল ইসলাহ।

নগরের সুবহানীঘাটে জামেয়া ইয়াকুবিয়া মাঠ থেকে সহস্রাধিক মুসল্লির অংশগ্রহণে বের হওয়া মিছিল ধোপাদিঘীরপার হয়ে বন্দর বাজার কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে কালেক্টরেট জামে মসজিদের সামনে অস্থায়ী মঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, আনজুমানে আল ইসলাহ কেন্দ্রীয় সভাপতি হুসাম উদ্দিন চৌধুরীসহ নেতারা বক্তব্য রাখেন। বক্তারা অবিলম্বে কাশ্মিরিদের সাংবিধানিক মর্যাদা ফিরিয়ে দেয়ার দাবি জানান।

রাজশাহীর নিজস্ব প্রতিবেদক জানান,  বিশেষ সাংবিধানিক মর্যাদা বাতিলের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা শাখা। জুমার নামাজের পর নগরীর সাহেববাজার বড় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। নগরীর সোনাদিঘীর মোড়, কুমারপাড়া হয়ে জিরোপয়েন্ট গিয়ে শেষ হয়। 

সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন দলের নেতা-কর্মীরা। সমাবেশ থেকে ভারত সরকারের কাছে কাশ্মিরিদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেয়ার আহ্বান জানানো হয়। পরে সেখানে মোনাজাত করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি তাজুল ইসলাম খান, সাধারণ সম্পাদক হাসিবুর রহমান, রাজশাহী মহানগরের সভাপতি শফিকুল ইসলাম প্রমুখ। 

কর্মসূচিতে যুব ইসলামী আন্দোলন এবং ছাত্র ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা অংশ নেন।



রাইজিংবিডি/সিলেট/০৯ আগস্ট ২০১৯/তানজিম/আব্দুল্লাহ আল নোমান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়