ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘কিছু চাঁদাবাজ ফুটপাত উচ্ছেদের বিরোধিতা করছে’

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০০, ৩০ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘কিছু চাঁদাবাজ ফুটপাত উচ্ছেদের বিরোধিতা করছে’

নিজস্ব প্রতিবেদক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন বলেছেন, ‘আদালতের নির্দেশনা অনুযায়ী ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। জনগণ চায় হকারমুক্ত ফুটপাত। কিন্তু কিছু চাঁদাবাজ ফুটপাত উচ্ছেদের বিরোধিতা করছে। আমরা তাদের কোনোরকম ছাড় দেব না।’

সোমবার দুপুরে রাজধানীর গোপীবাগের রামকৃষ্ণ মিশনে ‘পরিবর্তন চাই’ ট্রাস্টের উদ্যোগে ‘দেশটাকে পরিষ্কার করি দিবস ২০১৭’ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

ডিএসসিসির মেয়র বলেন, ‘ফুটপাত দখলমুক্ত রাখতে বাধাদানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি যদি জনপ্রতিনিধি হন, তাহলেও তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তিনি আরো বলেন, ‘পরিবর্তন চাই ট্রাস্ট ও স্ফূরণ কর্তৃক রামকৃষ্ণ মিশন রোড আগামী এক বছর পরিষ্কার রাখার যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে এটি একটি মহৎ উদ্যোগ। তাদের এ উদ্যোগ দেখে রাজধানীর অন্য এলাকাবাসীও উদ্বুদ্ধ হবে। তারাও নিজ নিজ এলাকা পরিষ্কার রাখতে উদ্যোগ নেবে।’

এক প্রশ্নের জবাবে মেয়র সাঈদ খোকন বলেন, ‘জনগণের ফুটপাত জনগণকে ফিরিয়ে দিয়েছি। পর্যায়ক্রমে অন্য এলাকাতেও এটা বাস্তবায়ন করা হবে। গুটিকয়েক মানুষের জন্য কোটি মানুষের চলার পথকে বিঘ্নিত হতে দেওয়া যায় না। আমরা জনগণের এ প্রত্যাশাকে বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। এ কাজে আমরা সবার সহযোগিতা কামনা করি।’

পরে মেয়র, রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ, স্থপতি মোবাশ্বের হোসেন ও পরিবর্তন চাই ট্রাস্টের কর্মকর্তাদের নিয়ে প্রতীকী পরিচ্ছন্নতা কাজে অংশ নেন।

এর আগে মেয়র শান্তিবাগ স্কুলে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।



রাইজিংবিডি/ঢাকা/৩০ জানুয়ারি ২০১৭/আসাদ/হাসান/রফিক 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়