ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কিশোর গ্যাংয়ের ৩ সদস্য সংশোধনাগারে

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪০, ১৩ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কিশোর গ্যাংয়ের ৩ সদস্য সংশোধনাগারে

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুরে ‘ফিলিম জিরঝির’ গ্যাংয়ের দলনেতা মহসিন হত্যায় ‘আতঙ্ক’ গ্রুপের তিন সদস্যকে রিমান্ড শেষে কিশোর সংশোধনাগার কেন্দ্রে পাঠিয়েছেন আদালত।

জাহিদুল ইসলাম নামে এক আসামিকে কারাগারে আর মমিন শিকদার নামে এক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

শুক্রবার তিন দিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই ফারুক হোসেন। মিজানুর রহমান এবং মমিন শিকদার স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। অপর তিন আসামিকে মামলা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করা হয়।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম আবু সাঈদের আদালতে মমিন শিকদার জবানবন্দি দিলেও মিজানুর রহমান জবানবন্দি দিতে অসম্মত জানান। পরে মিজানুর রহমান (১৬), মমিন শিকদার (১৭), আব্দুল মালেক ওরফে মুন্না (১৬), মনির হোসেনকে (১৬) কিশোর সংশোধনাগার কেন্দ্রে পাঠানো হয়। আর জাহিদুল ইসলামকে (১৮) কারাগারে পাঠানো হয়।

গত ৯ সেপ্টেম্বর ৫ সদস্যের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে এ মামলায় গত ৬ সেপ্টেম্বর আসিফ ও রকি নামের দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এরপর তাদের কিশোর সংশোধনাগার কেন্দ্রে পাঠানো হয়।

প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর বিকেলে মোহাম্মদপুরে কিশোর গ্যাং সদস্যদের ছুরিকাঘাতে চাইল্ড হ্যাভেন ইন্টারন্যাশনাল স্কুলের দশম শ্রেণির বাণিজ্য বিভাগের ছাত্র মহসিন (১৮) নিহত হন। এ ঘটনায় আহত হন আরো ৩ জন। পরে ৫ সেপ্টেম্বর সকালে নিহত মহসিনের বড় ভাই ইউসুফ আলী বাদী হয়ে ১৩ জনকে আসামি করে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।


রাইজিংবিডি/ঢাকা/১৩ সেপ্টেম্বর ২০১৯/মামুন খান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়