ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

কিশোরগঞ্জে অটো-লরির সংঘর্ষে নিহত ২

রুমন চক্রবর্তী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫০, ২০ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কিশোরগঞ্জে অটো-লরির সংঘর্ষে নিহত ২

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জে ব্যাটারি চালিত অটোরিকশা ও লরির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন। 

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-রাফি (১৫) ও হাবিবুল্লাহ (১৭)। রাফি জেলার সদর উপজেলার কর্শাকড়িয়াইল ইউনিয়নের সেহড়া গ্রামের নূরুল ইসলামের ছেলে ও হাবিবুল্লাহ দানাপাটুলী ইউনিয়নের গাগলাইল গ্রামের বাচ্চু ভূইয়ার ছেলে।

আহতদের মধ্যে আব্দুর রশিদ (৩৫) ও শংকর (৫০) নামে দুইজনের অবস্থা আশংকাজনক। তাদের কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তার নাম জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শাকড়িয়াইল ব্রিক ফিল্ড এলাকার কিশোরগঞ্জ-নিকলী সড়কে এই দুর্ঘটনা ঘটে।

কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খোন্দকার শওকত জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের লাশ কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। লরি ও অটোরিকশা উদ্ধার করে কিশোরগঞ্জ মডেল থানায় আনা হয়েছে।

 

 

রাইজিংবিডি/কিশোরগঞ্জ/২০ সেপ্টেম্বর ২০১৭/রুমন চক্রবর্তী/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়