ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কিশোরগঞ্জে পৃথক হত্যা মামলায় দুইজনের ফাঁসির রায়

রুমন চক্রবর্তী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৭, ২৮ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কিশোরগঞ্জে পৃথক হত্যা মামলায় দুইজনের ফাঁসির রায়

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জে পৃথক হত্যা মামলায় দুইজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুর রহমান এ রায় প্রদান করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- কটিয়াদী উপজেলার ঘাগৈর গ্রামের আব্দুল হাকিম (৫০) ও ভৈরব উপজেলার চণ্ডিবের গ্রামের রফিকুল ইসলাম (২৮)। রায় ঘোষণাকালে আব্দুল হাকিম আদালতে উপস্থিত থাকলেও রফিকুল ইসলাম জামিন নিয়ে পলাতক রয়েছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১৪ সালের ২৫ মার্চ তুচ্ছ ঘটনা নিয়ে আসামি আব্দুল হাকিম বল্লম দিয়ে উত্তর চরপুক্ষিয়া গ্রামের জয়নাল আবেদীনের বুকে আঘাত করেন। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় জয়নালের ছেলে জসীম উদ্দিন বাদী হয়ে আব্দুল হাকিমকে আসামি করে কটিয়াদী থানায় হত্যা মামলা দায়ের করেন।

অপরদিকে ভৈরব উপজেলা সদরের মেঘনা ফেরিঘাট এলাকার মুদি দোকানদার রফিকুল ইসলামের সঙ্গে তার ভাগনা দীন ইসলামের বিরোধ ছিল। ২০১৫ সালের ২৩ এপ্রিল ফেরিঘাটে কর্মরত মো. জামাল উদ্দিন বিরোধের মধ্যস্থতা করতে গেলে রফিকুল ইসলাম তার বুকে আঘাত করেন। গুরুতর অবস্থায় ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বড় ভাই কামাল মিয়া ভৈরব থানায় রফিকুল ইসলামকে একমাত্র আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

 

 

 

রাইজিংবিডি/কিশোরগঞ্জ/২৮ সেপ্টেম্বর ২০১৭/রুমন চক্রবর্তী/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়