ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

কিশোরগঞ্জে প্রথমবারের মতো ই-ট্রাফিক প্রসিকিউশন চালু

রুমন চক্রবর্তী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৯, ২৭ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কিশোরগঞ্জে প্রথমবারের মতো ই-ট্রাফিক প্রসিকিউশন চালু

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে যানবাহন চলাচল সংক্রান্ত অপরাধ ও মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে প্রথমবারের মতো ই-ট্রাফিক প্রসিকিউশন ব্যবস্থাপনার উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার দুপুরে শহরের বটতলা মোড় এলাকায় আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী। এ উপলক্ষে শহরে একটি শোভাযাত্রা বের হয়।

পরে বটতলা মোড়ে পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী, বিআরটিএ’র উপ-পরিচালক মো. শফিকুল আলম সরকারসহ পরিবহন সেক্টরের নেতৃবৃন্দ বক্তৃতা করেন।

ই-ট্রাফিক প্রসিকিউশন চালু হওয়ার ফলে যানবাহন চলাচল সংক্রান্ত অপরাধ ও মামলার বিষয়গুলো তাৎক্ষণিকভাবে ডিজিটাল পদ্ধতিতে নিষ্পত্তি সম্ভব হবে। এতে মামলার দীর্ঘসূত্রিতা ও সংশ্লিষ্টদের হয়রানিও কমবে।

জেলা পুলিশ জানিয়েছে, এটি দেশের ১৪তম জেলা, যেখানে ই-ট্রাফিক প্রসিকিউশন চালু হলো।



রাইজিংবিডি/ কিশোরগঞ্জ/২৭ এপ্রিল ২০১৯/রুমন চক্রবর্তী/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়