ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কিশোরগঞ্জে বকেয়া বেতনের দাবিতে চিকিৎসকদের কর্মবিরতি

রুমন চক্রবর্তী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৫, ২১ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কিশোরগঞ্জে বকেয়া বেতনের দাবিতে চিকিৎসকদের কর্মবিরতি

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের শিক্ষানবীশ (ইন্টার্ন) চিকিৎসকরা বেতন-ভাতার দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন।

রোববার দুপুরে ৫৩ জন ইন্টার্ন চিকিৎসক এ দাবিতে তাদের অস্থায়ী ক্যাম্পাস কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।

চিকিৎসকরা জানান, তারা ছাত্রত্ব শেষ করে চার মাস ধরে জেনারেল হাসপাতালে শিক্ষানবীশ চিকিৎসক হিসেবে কর্মরত থাকলেও আজ পর্যন্ত কোনো বেতন-ভাতা পাননি। ফলে বাধ্য হয়ে চিকিৎসা ফেলে আন্দোলনে নামতে হয়েছে তাদের। এ জন্য জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করছেন চিকিৎসকরা।

যতক্ষণ পর্যন্ত বেতন-ভাতা না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কাজে যোগ দেবেন না বলেও জানান চিকিৎসকরা।

এদিকে, চিকিৎসা সেবা বন্ধ করে শিক্ষানবীশ চিকিৎসকরা আন্দোলনে নামায় রোগীদের দুর্ভোগে পড়তে হচ্ছে।



রাইজিংবিডি/কিশোরগঞ্জ/২১ অক্টোবর ২০১৮/রুমন চক্রবর্তী/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়