ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কিশোরগঞ্জে ভাবিকে হত্যার দায়ে দেবরের মৃত্যুদণ্ড

রুমন চক্রবর্তী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৪, ১০ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কিশোরগঞ্জে ভাবিকে হত্যার দায়ে দেবরের মৃত্যুদণ্ড

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে ভাবিকে হত্যার মামলার রায়ে দেবরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার সকাল সাড়ে ১০টায় আসামি আজহারুল ইসলাম মিলন (৪৩) এর উপস্থিতিতে কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আজহার পাকুন্দিয়া সদরের মধ্যপাড়া গ্রামের মৃত ছায়ামুদ্দিনের ছেলে।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১৫জুন সকাল সাড়ে দশটার দিকে পারিবারিক কলহের জের ধরে কথা কাটাকাটি ও ঝগড়ার একপর্যায়ে আজহার তার বড়ভাই বাবুলের স্ত্রী তাসলিমা আক্তারকে (৪৫) দা দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। মুমূর্ষু অবস্থায় ওই নারীকে উদ্ধার করে প্রথমে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাজধানী ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়া হলেও সেখানে তিনি মারা যান।

এদিকে ভাবিকে হত্যা করে ঘাতক আজহারুল ইসলাম বিকেলে নিজেই পাকুন্দিয়া থানায় গিয়ে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আত্মসমর্পণ করেন।

পরের দিন (১৬জুন) নিহতের ভাই মো. শাহাবুদ্দিন বাদী হয়ে আজহারকে একমাত্র আসামি করে পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নিহত তাসলিমা পাকুন্দিয়া সদরের ছয়ছির গ্রামের ফজর আলী ও সৈয়দ বানুর মেয়ে।

মামলাটি তদন্ত করে ২০১৬ সালের ১৮ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক শেখ জিয়াউল রাব্বী।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট সৈয়দ শাহজাহান ও আসামি পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।



রাইজিংবিডি/ কিশোরগঞ্জ/১০ জুন ২০১৯/রুমন চক্রবর্তী/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়