ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কিস্তি পরিশোধে ব্যর্থ যুবকের আত্মহত্যা

মো. মনিরুল ইসলাম টিটো || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৬, ২৭ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কিস্তি পরিশোধে ব্যর্থ যুবকের আত্মহত্যা

ফরিদপুর প্রতিনিধি: এনজিওর ঋণ নিয়ে কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে রবিউল মোল্লা (৩০) নামে এক যুবক আত্মহত্যা করেছে। রবিউল ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ৩নং ওয়ার্ডের পশ্চিম কামার গ্রামের শুকুর মোল্লার ছেলে। দুই সন্তানের বাবা ছিলেন তিনি।

পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার দুপুরে নিজ ঘরে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে ছিলেন তিনি। জানতে পেরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. সৌমিত্র সরকার তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে পৌরসভার কাউন্সিলর শেখ আজিজুল হক জানান, রবিউল মোল্যা পেশায় বিদ্যুৎ মিস্ত্রি। তিনি একাধিক এনজিও থেকে ৪/৫ লাখ টাকা ঋণ নিয়েছিলেন। প্রতি সপ্তাহে ঋণের কিস্তির জন্য বড় অঙ্কের টাকা পরিশোধ করতে হতো তাকে। কিস্তি পরিশোধ না করতে পারায় রবিউল মোল্যা আত্মহত্যার পথ বেছে নেন।

বোয়ালমারী থানার পরিদর্শক (ওসি তদন্ত) শহিদুল ইসলাম জানান, মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে পুলিশ।


রাইজিংবিডি/ফরিদপুর/২৭ আগস্ট ২০১৯/টিটো/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়