ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কুনিও হত্যা মামলার আরো ৫ জনের সাক্ষ্যগ্রহণ

নজরুল মৃধা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৮, ২৫ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কুনিও হত্যা মামলার আরো ৫ জনের সাক্ষ্যগ্রহণ

নিজস্ব প্রতিবেদক, রংপুর : রংপুরে জাপানি নাগরিক হোসি কুনিও হত্যা মামলায় আরো ৫ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।

বুধবার  দুপুরে রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকারের আদালতে এই সাক্ষ্যগ্রহণ সম্পন্ন করা হয়।

যারা সাক্ষ্য দিয়েছেন তারা হলেন- এলাকাবাসী জসিম উদ্দিন, কাজী ইবনে নূর, নুরুল হক, নুরজাহান বেগম ও আব্দুল আজিজ।

এর আগে মঙ্গলবার প্রত্যক্ষদর্শী তিনজনসহ মোট পাঁচজনের সাক্ষ্যগ্রহণ হয়। সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৯, ৩০ ও ৩১ জানুয়ারি। এ নিয়ে  চার দফায় মোট ১৭ জনের সাক্ষ্যগ্রহণ করা হলো।

২০১৫ সালের ৩ অক্টোবর সকালে হোসি কুনিওকে কাউনিয়া উপজেলার আলুটারি এলাকায়  জেএমবির জঙ্গিরা গুলি করে হত্যা করে।

এ মামলায় জেএমবির আট জঙ্গির বিরুদ্ধে গত ৭ আগস্ট দণ্ডবিধির ৩০২ ধারায় অভিযোগপত্র দিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী।

বিশেষ জজ আদালতের পিপি রথিশচন্দ্র ভৌমিক বাবু সোনা জানান, বুধবার পর্যন্ত এই মামলার প্রত্যক্ষদর্শীসহ ১৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আগামী তারিখে বাকি সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ করা হবে। 



রাইজিংবিডি/রংপুর/২৫ জানুয়ারি ২০১৭/নজরুল মৃধা/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়