ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কুমিল্লা ইপিজেডে স্পিনিং মিলের আগুন নিয়ন্ত্রণে

জাহাঙ্গীর আলম ইমরুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:০২, ৯ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কুমিল্লা ইপিজেডে স্পিনিং মিলের আগুন নিয়ন্ত্রণে

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) আরএন স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট আট ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত ছড়িয়ে পরে।

এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করেছেন কুমিল্লা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রতন কুমার নাথ।

তিনি জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে আমাদের কাছে আগুন লাগার খবর আসে। প্রথমে ঘটনাস্থলে ছুটে যায় ইপিজেড ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। পরে আগুনের ভয়াবহতা দেখে চৌয়ারা বাজার ও কুমিল্লা ফায়ার সার্ভিসের আরো ১০টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। প্রায় ৮ ঘণ্টা চেষ্টার পর ভোর সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো সঠিকভাবে বলা যাচ্ছে না। 

বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটির (বেপজা) সোশ্যাল কাউন্সিলর সোহেল মিয়া জানান, রাত সাড়ে ৯টার দিকে শ্রমিকরা যখন তাদের শিফটের কাজ শেষ করে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তখন কোম্পানির গোডাউন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এ সময় ফায়ার এলার্ম বেজে উঠলে শ্রমিকরা নিরাপদে কর্মস্থল ত্যাগ করতে পারেন। মিলটিতে প্রায় দেড় হাজার শ্রমিক কাজ করছিলেন।





রাইজিংবিডি/কুমিল্লা/৯ এপ্রিল ২০১৯/ইমরুল/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়