ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কুমিল্লার তিতাস উপজেলার তিন কেন্দ্রে ভোট স্থগিত

জাহাঙ্গীর আলম ইমরুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১৮, ৩১ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কুমিল্লার তিতাস উপজেলার তিন কেন্দ্রে ভোট স্থগিত

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় ৭ উপজেলায় শান্তি ভোট শুরু হলেও তিতাস উপজেলার কিছু কিছু কেন্দ্রে ভোট কারচুপিসহ অনিয়মের খবর পাওয়া গেছে।

অভিযোগ পাওয়ার পর তিতাস উপজেলার দাসকান্দি, পোড়াকান্দি ও বন্দরামপুর কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে।

সকালে ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর উচ্চবিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দেন সাবেক আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরু এমপি। প্রতিদ্বন্দ্বিতাপুর্ণ নির্বাচন হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, কুমিল্লায় অংশগ্রহণমূলক ও শান্তিপুর্ণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

এ ছাড়া হোমনা, মেঘনা, বুড়িচং ও চান্দিনা উপজেলায় শান্তিপূর্ণ ভোট শুরুর খবর পাওয়া গেছে। তবে সকাল থেকেই কেন্দ্র গুলোতে ভোটার উপস্থিতি ছিল খুবই কম।

৪র্থ ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে কুমিল্লার ১৭টি উপজেলার মধ্যে ১৩টিতে নির্বাচনের তফসিল ঘোষণা হলেও উচ্চ আদালতের নির্দেশে এরই মধ্যে বরুড়া ও নাঙ্গলকোট উপজেলায় নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। এছাড়া আরও ৪টি উপজেলায় একক প্রার্থী হওয়ায় সেখানে ভোট গ্রহণ ছাড়াই আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। ফলে ১৭ উপজেলায় ভোট হচ্ছে মাত্র ৭টিতে।

 

 

 

 

রাইজিংবিডি/কুমিল্লা/৩১ মার্চ ২০১৯/জাহাঙ্গীর আলম ইমরুল/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়