ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কুমিল্লার সব উপজেলায় সেনাবাহিনী মোতায়েন

জাহাঙ্গীর আলম ইমরুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:১৮, ২৪ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কুমিল্লার সব উপজেলায় সেনাবাহিনী মোতায়েন

কুমিল্লা প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুমিল্লার সব উপজেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। রোববার দিবাগত রাত ১২টা থেকে মাঠে নেমেছে সেনাবাহিনী।

সোমবার সকাল থেকে সেনা সদস্যরা তাদের কাজ শুরু করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবুল ফজল মীর।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটকেন্দ্র ও ভোটগ্রহণের পরিবেশ সুষ্ঠু রাখতে এবং নির্বাচনী এলাকায় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কুমিল্লার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান করবে সেনাবাহিনী। আগামী ২ জানুয়ারি পর্যন্ত তারা মাঠে থাকবে।
 


নির্বাচনে ‘ইনস্ট্রাকশন রিগার্ডিং ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’ অনুযায়ী কাজ করবেন সশস্ত্র বাহিনীর এ সদস্যরা। তারা জেলা, উপজেলা, মহানগর এলাকার সংযোগস্থলে ও অন্যান্য সুবিধাজনক স্থানে অবস্থান করবেন। তারা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজন অনুযায়ী টহল ও অন্যান্য আভিযানিক কার্যক্রমে অংশ নিতে পারবেন।

 

 

রাইজিংবিডি/কুমিল্লা/২৪ ডিসেম্বর ২০১৮/জাহাঙ্গীর আলম ইমরুল/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়