ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কুমিল্লার ১১টি আসনের নিরাপত্তায় ৩৩০০ পুলিশ

জাহাঙ্গীর আলম ইমরুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১২, ২৯ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কুমিল্লার ১১টি আসনের নিরাপত্তায় ৩৩০০ পুলিশ

কুমিল্লা প্রতিনিধি: ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠানে কুমিল্লার ১১টি আসনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন।

ভোট কেন্দ্রসহ জেলার সার্বিক নিরাপত্তায় পুলিশ বিভাগসহ সকল আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রাখা হয়েছে।

কুমিল্লা পুলিশ লাইনে শুক্রবার পুলিশ সদস্যদের সমাবেশে ভোটের দিনের করণীয় নিয়ে বিফ্রিং করেন কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম ।

এসময় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবুল ফজল মীর, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বক্তব্য রাখেন।

শনিবার সকালে এসব পুলিশ সদস্যরা দায়িত্ব পালনের জন্য কেন্দ্রে কেন্দ্রে নিয়োজিত হন। এ নির্বাচনে কুমিল্লা জেলায় নিরাপত্তার দায়িত্বে রয়েছেন ৩হাজার ৩শ জন পুলিশ সদস্য।

নির্বাচনে সেনাবাহিনীর ৪৬টি, বিজিবির ২৯টি, পুলিশের ২০টি ও র্র‌্যাবের ২২টি স্ট্রাইকিং টিম নিয়োজিত থাকবে বলে জানান জেলা পুলিশ সুপার।




রাইজিংবিডি/কুমিল্লা/২৯ ডিসেম্বর ২০১৮/জাহাঙ্গীর আলম ইমরুল/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়