ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কুমিল্লায় অবৈধ ভবনের বিরুদ্ধে অভিযান

জাহাঙ্গীর আলম ইমরুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১০, ৪ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কুমিল্লায় অবৈধ ভবনের বিরুদ্ধে অভিযান

কুমিল্লা প্রতিনিধি : নকশা বহির্ভুত ও নকশাবিহীন অবৈধ ভবন নির্মানের বিরুদ্ধে অভিযান চালিয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশন।

বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালত নগরীর ঠাকুরপাড়া, নজরুল অ্যাভিনিউ, দক্ষিণ চর্থা এলাকায় অভিযান চালিয়ে নির্মানাধীন নয়টি ভবন সিলগালা ও নির্মাণ কাজ বন্ধ করে দেয়।
 


এ সময় ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট অভিযুক্ত ভবন মালিকদের নোটিশ প্রদান এবং রোববারের মধ্যে সিটি কর্পোরেশনে জবাব দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে সমস্যা সমাধানের নির্দেশ দেন।

কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কুর নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা অনুপম বড়ুয়া, ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট জনি রায়।

এ প্রসঙ্গে সিটি মেয়র বলেন, অভিযোগ আছে নগরীর ৯০ শতাংশ ভবনে নকশা বহির্ভূত নির্মান কাজ সম্পন্ন হয়েছে। এদের বিরুদ্ধে শিগগিরই অভিযান পরিচালিত হবে।

 

 

রাইজিংবিডি/কুমিল্লা/৪ এপ্রিল ২০১৯/জাহাঙ্গীর আলম ইমরুল/এনএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়